প্রিয়াঙ্কার প্রেমে কবিতা লিখবেন সুশান্ত সিং !

Last Updated:

ছাদনাতলায় প্রায় যাওয়ার জন্য তৈরি ৷ কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন ৷ বউ অঙ্কিতাকে ছেড়ে সুশান্ত পড়লেন প্রিয়াঙ্কার প্রেমে ! আর শুধুই কি প্রেম, সুশান্ত দিনরাত এখন কবিতাই লিখে চলেছেন প্রিয়াঙ্কাকে নিয়ে! তাও আবার সাহির লুধিয়ানভি-র কায়দায় ৷ কাব্যটা কি?

#মুম্বই: ছাদনাতলায় প্রায় যাওয়ার জন্য তৈরি ৷ কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন ৷ বউ অঙ্কিতাকে ছেড়ে সুশান্ত পড়লেন প্রিয়াঙ্কার প্রেমে ! আর শুধুই কি প্রেম, সুশান্ত দিনরাত এখন কবিতাই লিখে চলেছেন প্রিয়াঙ্কাকে নিয়ে! তাও আবার সাহির লুধিয়ানভি-র কায়দায় ৷ কাব্যটা কি?
গপ্পোটা পুরোটাই ফিল্মি ৷ আর এর নেপথ্যে রয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি ৷ সঞ্জয়ের ইশারাতেই নাকি পিগি চপসের প্রেমে পড়েছেন সুশান্ত সিং ৷ ব্যাপারটা বরং খোলসা করা যাক ৷ বনশালির প্রোডাকশনে, পরিচালক আশি দুয়া বানাতে চলেছেন নতুন ছবি ‘গুসতাকিয়া’৷ আর এই ছবিতেই জমিয়ে প্রেম করতে দেখা যাবে সুশান্ত-প্রিয়াঙ্কাকে ৷ জানা গিয়েছে, ছবির গল্পে উঠে আসবে জনপ্রিয় কবি সাহির লুধিয়ানভির জীবনচিত্র ৷ ছবিতে সাহির কবির চরিত্রেই দেখা যাবে সুশান্তকে ৷ অন্যদিকে প্রিয়াঙ্কা অভিনয় করবেন লেখিকা অমৃতা প্রীতমের চরিত্রে ৷
advertisement
প্রথমে এই ছবিতে জুটি বাঁধার কথা ছিল ফাওয়াদ খান ও সোনাক্ষি সিনহার ৷ পরে ডেট সমস্যার জন্য ছবি থেকে সরে আসেন ফাওয়াদ ও সোনাক্ষি দু’জনেই ৷ তবে সুশান্ত-প্রিয়াঙ্কা দু’জনেই দিয়েছেন গ্রিন সিগনাল ৷ ছবির শ্যুটিং শুরু হবে বছরের শেষেই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কার প্রেমে কবিতা লিখবেন সুশান্ত সিং !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement