সুশান্ত কাণ্ডে মাস্টারমাইন্ড মোদির বায়োপিক প্রযোজক সন্দীপ সিং! চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

তিনি এ দিন অভিযোগ করেন হাসপাতালে থাকাকালীন দুবাই থেকে কোনও রহস্যময় ফোন এসেছিল সন্দীপের ফোনে।

#মুম্বই: সদ্য তদন্তভার নিয়েছে সিবিআই। যুদ্ধের তৎপরতায় ময়নাতদন্তের রিপোর্ট যাচাই থেকে অভিযুক্তদের জেরার আয়োজন করছে সিবিআই। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করলেন করণী সেনার নেতা সুরজিৎ সিং রাঠৌর। তাঁর দাবি, ‘মোদি’ বায়োপিকের প্রযোজক সন্দীপ সিংই সুশান্ত কাণ্ডে মাস্টারমাইন্ড।
কুপার হাসপাতালের মর্গে যে দিন রিয়া সুশান্তকে দেখতে যান, সে দিন রিয়ার সঙ্গেই ছিলেন সুরজিৎ। সুরজিতের কথায়, "রিয়ার জন্যে আমিও সুশান্তের মুখের ঢাকনা সরাই। রিয়া ওইদিন সুশান্তের বুকে হাত রেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং বলেছিলেন, 'সরি বাবু।'"সুরজিতের দাবি সেদিন তাঁরা দু'ঘণ্টা মর্গে ছিলেন।
এ দিন সুরজিৎ এই তথ্যের পাশাপাশি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "সুশান্ত মৃত্যু রহস্যের অনেক তথ্যই জানি। প্রযোজক সন্দীপ সিংয়ের নির্দেশে কাজ করেছে মুম্বই পুলিশ। তাঁর নির্দেশেই আমায় মুম্বই পুলিশ একটি আলোচনা থেকে আমায় সরিয়ে দেয়। " রাঠৌর আরও বলছেন, ডিসিপি অভিষেক ত্রিমুখেকে তিনি গোটা ঘটনাই খুলে বলেছিলেন।
advertisement
advertisement
তিনি এ দিন অভিযোগ করেন হাসপাতালে থাকাকালীন দুবাই থেকে কোনও রহস্যময় ফোন এসেছিল সন্দীপের ফোনে।
প্রসঙ্গত, রিয়ার মর্গে যাওয়ার ঘটনাও ভালো ভাবে নেয়নি সুশান্তের পরিবার। সুশান্তের পরিবারের আইনজীবী মনে করছেন, তথ্য লোপাটের উদ্দেশ্যেও রিয়া মর্গে গিয়ে থাকতে পারেন। এই আবহেই সেদিন মর্গে রিয়ার সঙ্গে থাকা এই কারনি নেতার অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
advertisement
শেষ পাওয়া খবরে সিবিআই-এর তদন্তকারী বিশেষ দলটি বান্দ্রা পুলিশ স্টেশনে পৌঁছেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত কাণ্ডে মাস্টারমাইন্ড মোদির বায়োপিক প্রযোজক সন্দীপ সিং! চাঞ্চল্যকর অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement