শ্যুটিং এর সেটে পা কাটল সানি লিওনের, রেগে গিয়ে কাকে চড় মারতে চাইলেন অভিনেত্রী? জানুন
- Published by:Anulekha Kar
Last Updated:
শুটিং এর সময় পা কাটল সানি লিওনের। তারপরেই ঘটল বিস্ময়কর ঘটনা।
নয়াদিল্লি: শুটিং এর সময় পা কাটল সানি লিওনের। তারপরেই ঘটল বিস্ময়কর ঘটনা। সেট থেকে ছুটে এলেন সবাই। কিন্তু কিছুতেই ক্ষততে ওষুধ দিতে চাইলেন না অভিনেত্রী।জোড় করে ওষুধ লাগাতেই রেগে আগুন হলেন অভিনেত্রী। চড় মারতে চাইলেন সহায়ককে। শুধু তাই নয় হিন্দি ভাষায় নিজের ক্ষোভ উগরে দিলেন। পরে অনেক কষ্টে পায়ে ওষুধ লাগানো হল তাঁর।
শুটিং-এর সেটে পা কাটে সানি লিওনের। কেউ আবার ইন্জেকশন নিতে বললেন অভিনেত্রীকে। ইন্জেকশন তো দূরের কথা কিছুতেই ক্ষততে ওষুধ লাগাতে চাইলেন না তিনি। জোড় করে ওষুধ দিতে হল তাঁকে। সহায়ককে চড়ও মারতে চাইলেন তিনি। এমনই এক ভিডিও নিজের ইনস্টাপ্রোফাইল থেকে শেয়ার করেছেন সানি লিওন। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেল , 'প্রথমে কোভিড নিয়ে ভয় পাচ্ছিলাম, এখন আবার এটা হয়ে গেল'। তারপরেই অভিনেত্রীর কাছে ছুটে আসেন সকলে।
advertisement
advertisement
সানির এইভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সামান্য পা কেটে যাওয়াতে অ্যম্বুলেন্সও ডাকতে চেয়েছেন অভিনেত্রী। শুটিং-এর এই মজার দৃশ্য নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সানি। ভিডিওটি শেয়ার করে সানি লেখেন 'আমার টিম আমাকে অনেক বেশি ভয় দেখায়'। সানির এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি জুড়ে।
advertisement
advertisement
প্রসঙ্গত ' দি ব্যটল অফ ভিমা কোরেগাও' নামক একটি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। চলতি বছরের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 3:29 PM IST