আমার মতো করতে পারবে? সানিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উদয় চোপড়া !
Last Updated:
দেখুন ছেলের সাহস, সানিকে করলেন চ্যালেঞ্জ ! সানি তো বিন্দাস লুফেও নিলেন তা ৷ তারপর সোজা ট্যুইটারে ছবি এক হাত নিলেন উদয় চোপড়াকে ! কাব্যটা হল, শুত্রবার সকালে জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিলেন সানি লিয়ন ৷
#মুম্বই: দেখুন ছেলের সাহস, সানিকে করলেন চ্যালেঞ্জ ! সানি তো বিন্দাস লুফেও নিলেন তা ৷ তারপর সোজা ট্যুইটারে ছবি এক হাত নিলেন উদয় চোপড়াকে ! কাব্যটা হল, শুত্রবার সকালে জিমে ব্যায়াম করতে ব্যস্ত ছিলেন সানি লিয়ন ৷ হঠাৎই উদয় সানিকে করলেন ট্যুইট ৷ সঙ্গে দিলেন ছবিও ৷ পায়ে বল, মাথায় বল, আর সেই ভাবে উপুর হয়ে শুয়ে কোমরের ব্যায়াম ৷ জিমের ভাষায় প্ল্যাঙ্কস ! আর সেই প্ল্যাঙ্ক ব্যায়াম নিয়েই সানিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ৷ সানিও কম যান না ৷ উদয়ের ট্যুইট পেতেই সানিও শুয়ে পড়লেন বল নিয়ে, শুরু করলেন উদয়ের দেখানো ব্যায়াম ৷ আর জানেন কি? গুণতিতে সানি হারালেন উদয়কে ৷ আর আদবকায়দায় বলে দিলেন, কোমরের ব্যায়ামে তিনিই সেরা !
Hardest plank I do w/ @prashantsixpack for 1min Form is important,don't hurt urself!2nd pic u see how difficult :) pic.twitter.com/WTYD9NF3z3
— Sunny Leone (@SunnyLeone) March 3, 2016
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2016 1:50 PM IST