Sunil Shetty-KL Rahul: ‘ওঁদের থেকে বেশি কষ্ট আমার হয়’, বিশ্বকাপের পর জামাই রাহুলকে ট্রোল! ব্যথিত সুনীল

Last Updated:

Sunil Shetty-KL Rahul: জামাইকে ট্রোল হতে দেখলে কেমন লাগে শ্বশুরমশাইয়ের, সে কথাই জানালেন সুনীল শেট্টি।

রাহুলের ট্রোলিং নিয়ে ব্যথিত সুনীল
রাহুলের ট্রোলিং নিয়ে ব্যথিত সুনীল
বিশ্বকাপ ফাইনালে ভরাডুবির পর প্রথম আঙুল ওঠে কেএল রাহুলের দিকে। ১০৭ বলে মাত্র ৬৬ রান! একটু চালিয়ে খেলা গেল না! এমনই অভিযোগ সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। শুরু হয় ট্রোল। বিশ্বকাপের আগে রাহুলের ফর্ম খুব একটা ভাল যাচ্ছিল না। আগেও মিডল অর্ডারে স্লো রান রেটের কারণে একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছে তাঁকে। সে সবও টেনে আনা হয়। এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি। জামাইকে ট্রোল হতে দেখলে কেমন লাগে শ্বশুরমশাইয়ের, সে কথাই জানালেন তিনি।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সুনীলজানান, জামাইকে কুকথা বললে গোটা পরিবারের গায়ে লাগে। তিনি বলেন, ‘রাহুল আমাকে হামেশাই বলত, বাবা, ব্যাট আমার হয়ে কথা বলবে। এসব ট্রোলকে ও খুব একটা পাত্তা দেয় না’। তবে রাহুল পাত্তা না দিলেও সুনীলের কষ্ট হয়। সে কথা খোলাখুলিই স্বীকার করেন অভিনেতা। সুনীল বলেন, ‘রাহুলের উপর ক্রিকেট অনুরাগীদের ভালবাসা, নির্বাচকদের আস্থা এবং অধিনায়কের বিশ্বাস রয়েছে। আসলে এইসব ট্রোল রাহুল বা আথিয়াকে যতটা না কষ্ট দেয় তার ১০০ গুণ বেশি কষ্ট পাই আমি’।
advertisement
advertisement
শুধু ট্রোলিং নয়, সুন্দর মুহূর্তগুলোও সুনীলের মনে সদা ভাস্বর। সে কথাই জানালেন সাক্ষাৎকারে। আথিয়া যখন প্রথমবার রাহুলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয়, সেই মুহূর্তটা তিনি কোনও দিন ভুলতে পারবেন না। সুনীল ক্যামেরার সামনে তাঁর প্রথম শট দেওয়ার অনুভূতির সঙ্গে তুলনা করেছেন সেই মুহূর্তকে। অভিনেতার কথায়, ‘প্রথমবার যখন ফিল্মের সেটে গিয়ে অদ্ভুত অনুভূতি হয়েছিল। বলা ভাল ভয় পেয়ে গিয়েছিলাম। ৩০ বছর পর রজনীকান্ত স্যরের সঙ্গে শ্যুটিংয়ের সময়ও প্রচণ্ড নার্ভাস ছিলাম। বাড়িতে আথিয়া যখন রাহুলকে প্রথমবার দেখা করাতে নিয়ে এসেছিল, সেই একই অনুভূতি, কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না’।
advertisement
সুনীল শেঠি মূলত অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত। নয়ের দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। মোহরা, বর্ডার, ধড়কন তো আছেই, হেরা ফেরি, ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর-এর মতো কমেডি ছবিতেও তিনি সমান সাবলীল। ওয়েলকাম টু দ্য জঙ্গল (ওয়েলকাম ৩) এবং হেরা ফেরি ৩ সহ বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে আপাতত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunil Shetty-KL Rahul: ‘ওঁদের থেকে বেশি কষ্ট আমার হয়’, বিশ্বকাপের পর জামাই রাহুলকে ট্রোল! ব্যথিত সুনীল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement