Sunidhi Chauhan: এ কী চেহারা সুনিধির! রণদীপের পার্টিতে গায়িকাকে দেখে আঁতকে উঠলেন সকলে, কী হল তাঁর

Last Updated:
Sunidhi Chauhan: রণদীপ এবং লীনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তারকারা। অতিথি তালিকায় ছিলেন গায়িকা সুনিধি চৌহানও। রণদীপের রিসেপশন পার্টিতে তাঁকে দেখে যেন খানিক চমকেই গেলেন অনুরাগীরা।
1/5
নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা রণদীপ হুডা এবং লীন লৈশ্রম। ১১ ডিসেম্বর মুম্বইয়ে ছিল তাঁদের রিসেপশন। এক প্রকার চাঁদের হাট বসেছিল সেখানে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তারকারা। অতিথি তালিকায় ছিলেন গায়িকা সুনিধি চৌহানও। রণদীপের রিসেপশন পার্টিতে তাঁকে দেখে যেন খানিক চমকেই গেলেন অনুরাগীরা।
নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা রণদীপ হুডা এবং লীন লৈশ্রম। ১১ ডিসেম্বর মুম্বইয়ে ছিল তাঁদের রিসেপশন। এক প্রকার চাঁদের হাট বসেছিল সেখানে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তারকারা। অতিথি তালিকায় ছিলেন গায়িকা সুনিধি চৌহানও। রণদীপের রিসেপশন পার্টিতে তাঁকে দেখে যেন খানিক চমকেই গেলেন অনুরাগীরা।
advertisement
2/5
পার্টিতে কালো রঙের একটি কটন শাড়ি পরেছিলেন সুনিধি। সঙ্গে নামমাত্র মেক আপ, খোলা চুল আর মানানসই গয়না। হাসিমুখে লেন্সবন্দি হলেন গায়িকা। কিন্তু তাঁকে নিয়ে চিন্তার শেষ নেই ভক্তদের। সুনিধির চেহারা দেখে চিন্তায় তাঁরা।
পার্টিতে কালো রঙের একটি কটন শাড়ি পরেছিলেন সুনিধি। সঙ্গে নামমাত্র মেক আপ, খোলা চুল আর মানানসই গয়না। হাসিমুখে লেন্সবন্দি হলেন গায়িকা। কিন্তু তাঁকে নিয়ে চিন্তার শেষ নেই ভক্তদের। সুনিধির চেহারা দেখে চিন্তায় তাঁরা।
advertisement
3/5
নেটমাধ্যমে সুনিধির ছবি ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। অনুরাগীদের একাংশ মনে করছেন, গায়িকার চেহারার অবনতি হয়েছে। ওজন ঝরানোর পরেই নাকি এমন 'অবস্থা' হয়েছে তাঁর। অনেকেই তাঁর নানা ছবি, ভিডিওয় সেই বিষয়টি চিহ্নিত করছে।
নেটমাধ্যমে সুনিধির ছবি ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। অনুরাগীদের একাংশ মনে করছেন, গায়িকার চেহারার অবনতি হয়েছে। ওজন ঝরানোর পরেই নাকি এমন 'অবস্থা' হয়েছে তাঁর। অনেকেই তাঁর নানা ছবি, ভিডিওয় সেই বিষয়টি চিহ্নিত করছে।
advertisement
4/5
অনুরাগীদের কেউ কেউ বলেন, সুনিধির মুখটা একেবারে ফ্যাকাশে লাগে। ভেঙে যাওয়া গাল আর বসে যাওয়া চোখ দেখে অনেকেই প্রশ্ন করছেন, 'কী হয়েছে গায়িকার?'
অনুরাগীদের কেউ কেউ বলেন, সুনিধির মুখটা একেবারে ফ্যাকাশে লাগে। ভেঙে যাওয়া গাল আর বসে যাওয়া চোখ দেখে অনেকেই প্রশ্ন করছেন, 'কী হয়েছে গায়িকার?'
advertisement
5/5
বিগত কয়েক মাসে অনেকটাই ওজন কমিয়েছেন সুনিধি। মনে করা হচ্ছে, সেই কারণেই তাঁর চেহারায় এই পরিবর্তন। গায়িকা ঠিক আছেন কি না, তাঁর শরীর ঠিক আছে কি না, সে বিষয়েও জানতে চান সকলে। সুনিধি যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। গায়িকার হাতে এখন একাধিক কাজ। কনসার্ট থেকে শুরু করে প্লেব্যাক, দম ফেলার ফুরসৎ নেই তাঁর।
বিগত কয়েক মাসে অনেকটাই ওজন কমিয়েছেন সুনিধি। মনে করা হচ্ছে, সেই কারণেই তাঁর চেহারায় এই পরিবর্তন। গায়িকা ঠিক আছেন কি না, তাঁর শরীর ঠিক আছে কি না, সে বিষয়েও জানতে চান সকলে। সুনিধি যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। গায়িকার হাতে এখন একাধিক কাজ। কনসার্ট থেকে শুরু করে প্লেব্যাক, দম ফেলার ফুরসৎ নেই তাঁর।
advertisement
advertisement
advertisement