Sunidhi Chauhan Concert: শিলিগুড়িতে প্রথমবার লাইভ ইন কনসার্ট, কবে আসছেন সুনিধি চৌহান? টিকিট পাবেন কোথায়? জানুন এক ক্লিকে
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Sunidhi Chauhan Concert: শিলিগুড়ি ফুলবাড়ি উৎসব রিসর্টের কাছে বছরের শুরুতে সুনিধি চৌহানের এই লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হবে।নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসের ১১ তারিখ শীতে সঙ্গীতের উষ্ণতা ছড়াতে আসছেন সঙ্গীতশিল্পী।
শিলিগুড়ি: সুনিধি চৌহান মানেই কমপ্লিট এন্টারটেনমেন্ট। এই শিল্পী এবার আসছেন শিলিগুড়িতে। সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সে কথাই জানালেন তিনি। মাত্র চার বছর বয়স থেকে স্টেজে পারফর্ম করছেন সুনিধি। এখনও যখন মঞ্চে ওঠেন, শ্রোতা-দর্শকদের নিজের সুরে মন্ত্রমুগ্ধ করে দেন। নাচতে বাধ্য করেন। শিলিগুড়ি ডি এস এন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে তিনি এবার শহর শিলিগুড়িতে আসছেন। শহরের একটি বেসরকারি শপিংমলে সাংবাদিক বৈঠক করে সে কথাই জানালেন উদ্যোক্তারা।
সারা বিশ্বে ‘আই অ্যাম হোম’ নামে কনসার্ট করছেন সুনিধি। তাঁর সুরেলা এই সফরের এবারের ডেস্টিনেশন শিলিগুড়ি। সে খবর জানিয়েই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। ক্যাপশনে লিখেছেন, শিলিগুড়ি, নতুন বছরের শুরুতেই আমি বাড়ি আসছি! নতুন বছরের আমার প্রথম ‘আই অ্যাম হোম’ কনসার্ট।” কবে হবে, কোথায় হবে এই কনসার্ট, কিভাবে পাবেন সেই কনসার্টের টিকিট সেসব নিয়েই ডিএস এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই জন্যও হয় নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসের ১১ তারিখ শীতে সঙ্গীতের উষ্ণতা ছড়াতে আসছেন সঙ্গীতশিল্পী।
advertisement
advertisement
ডিএস এন্টারটেইনমেন্ট এর অন্যতম কর্ণধার দেবাংশু পাল চৌধুরী বলেন, ‘ শিলিগুড়ি ফুলবাড়ি উৎসব রিসর্টের কাছে বছরের শুরুতে সুনিধি চৌহানের এই লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে তবে গেট দুপুর ১২ টার মধ্যেই খুলে দেওয়া হবে।
advertisement
পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করা থাকবে ডিএস এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে।’এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা নিয়ে তারা বিশেষ ভাবনা করেছেন। তারা জানিয়েছেন, অনলাইনে বুক মাই শো থেকে টিকিট কাটতে পারবেন সকলে এবং কেউ যদি অফলাইনে কাটতে চান তাহলে অ্যাক্রোপলিস মলে তাদের কাউন্টার থাকবে সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সকলে।
advertisement
অনির্বাণ রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2024 4:34 PM IST









