Suhana Khan : সোয়েটপ্যান্টস ও ক্রপ টপে আলস্যমাখা বিশ্রাম, সুহানার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে নিউ ইয়র্কের সিটিস্কেপ

সুহানা খান, ছবি-ইনস্টাগ্রাম

সুহানা খান (Suhana Khan ) সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন পর্তুগালে ৷ সেখান থেকে তিনি ফিরেছেন নিউ ইয়র্কে (New York) ৷

 • Share this:

  মুম্বই : সুহানা খান (Suhana Khan ) সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন পর্তুগালে ৷ সেখান থেকে তিনি ফিরেছেন নিউ ইয়র্কে (New York) ৷ এই শহরেই তিনি পড়াশোনা করেন ৷ সোমবার শাহরুখকন্যা তাঁর নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন ৷ শাহরুখ ও গৌরীর একমাত্র কন্যা ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়ন ৷

  ছবিতে দেখা যাচ্ছে সুহানা সোয়েটপ্যান্টস ও ক্রপ টপ পরে কাউচে শুয়ে ঘুমোচ্ছেন ৷ ক্যামেরার দিকে তাঁর পিঠের অংশ দেখা যাচ্ছে ৷ সুহানার পিছনে দেখা যাচ্ছে নিউইয়র্কের সিটিস্কেপ ৷

  শোনা যাচ্ছে, জোয়া আখতারের ওয়েব ফিল্মে আত্মপ্রকাশ করবেন সুহানা ৷ বিশ্বখ্যাত আর্চিজ কমিক্স অনুসরণে তৈরি হবে সেই ছবি ৷ দেখানো হবে নেটফ্লিক্সে ৷ গুঞ্জন, জোয়া এখন চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা করছেন ৷ এ বছরের শেষে শ্যুটিঙের কাজ শুরু হওয়ার কথা ৷

  শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, বনি কপূর ও শ্রীদেবীর মেয়ে খুশি কপূর এবং সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন এই ছবিতে ৷ এই তারকাসন্তানরাও স্ক্রিন শেয়ার করবেন সুহানার সঙ্গে ৷ ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে এও শোনা যাচ্ছে, সুহানা ও খুশি ‘আর্চিজ’ কমিক্সের যথাক্রমে বেটি ও ভেরোনিকার চরিত্রে অভিনয় করবেন ৷

  এ বছরই ২১ তম জন্মদিন পালন করেছেন সুহানা ৷ নিউ ইয়র্কে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ৷

  দাদা আরিয়ানের থেকে সুহানা বয়সে দু’ বছরের ছোট ৷ শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রামের বয়স ৮ বছর ৷ বর্তমানে সুহানা নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সিনেমা নিয়ে ৷ বরাবরই তিনি অভিনয়ের প্রতি আকর্ষণ প্রকাশ করেছেন ৷ ২০১৮ সালে ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদে দেখাও গিয়েছে গ্ল্যামারাস সুহানাকে ৷ তাঁকে অভিনয় করতে দেখার জন্য অনুরাগীরা অনেক দিনই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published: