Suhana Khan : সোয়েটপ্যান্টস ও ক্রপ টপে আলস্যমাখা বিশ্রাম, সুহানার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে নিউ ইয়র্কের সিটিস্কেপ

Last Updated:

সুহানা খান (Suhana Khan ) সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন পর্তুগালে ৷ সেখান থেকে তিনি ফিরেছেন নিউ ইয়র্কে (New York) ৷

মুম্বই : সুহানা খান (Suhana Khan ) সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন পর্তুগালে ৷ সেখান থেকে তিনি ফিরেছেন নিউ ইয়র্কে (New York) ৷ এই শহরেই তিনি পড়াশোনা করেন ৷ সোমবার শাহরুখকন্যা তাঁর নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন ৷ শাহরুখ ও গৌরীর একমাত্র কন্যা ইনস্টাগ্রামে যথেষ্ট সক্রিয় ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়ন ৷
ছবিতে দেখা যাচ্ছে সুহানা সোয়েটপ্যান্টস ও ক্রপ টপ পরে কাউচে শুয়ে ঘুমোচ্ছেন ৷ ক্যামেরার দিকে তাঁর পিঠের অংশ দেখা যাচ্ছে ৷ সুহানার পিছনে দেখা যাচ্ছে নিউইয়র্কের সিটিস্কেপ ৷
শোনা যাচ্ছে, জোয়া আখতারের ওয়েব ফিল্মে আত্মপ্রকাশ করবেন সুহানা ৷ বিশ্বখ্যাত আর্চিজ কমিক্স অনুসরণে তৈরি হবে সেই ছবি ৷ দেখানো হবে নেটফ্লিক্সে ৷ গুঞ্জন, জোয়া এখন চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা করছেন ৷ এ বছরের শেষে শ্যুটিঙের কাজ শুরু হওয়ার কথা ৷
advertisement
advertisement
শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, বনি কপূর ও শ্রীদেবীর মেয়ে খুশি কপূর এবং সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন এই ছবিতে ৷ এই তারকাসন্তানরাও স্ক্রিন শেয়ার করবেন সুহানার সঙ্গে ৷ ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে এও শোনা যাচ্ছে, সুহানা ও খুশি ‘আর্চিজ’ কমিক্সের যথাক্রমে বেটি ও ভেরোনিকার চরিত্রে অভিনয় করবেন ৷
advertisement
এ বছরই ২১ তম জন্মদিন পালন করেছেন সুহানা ৷ নিউ ইয়র্কে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ৷
দাদা আরিয়ানের থেকে সুহানা বয়সে দু’ বছরের ছোট ৷ শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রামের বয়স ৮ বছর ৷ বর্তমানে সুহানা নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সিনেমা নিয়ে ৷ বরাবরই তিনি অভিনয়ের প্রতি আকর্ষণ প্রকাশ করেছেন ৷ ২০১৮ সালে ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদে দেখাও গিয়েছে গ্ল্যামারাস সুহানাকে ৷ তাঁকে অভিনয় করতে দেখার জন্য অনুরাগীরা অনেক দিনই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhana Khan : সোয়েটপ্যান্টস ও ক্রপ টপে আলস্যমাখা বিশ্রাম, সুহানার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে নিউ ইয়র্কের সিটিস্কেপ
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement