নবমীর রাতে সুদীপার বাড়িতে 'মাংস-চুরি'! তা দেখে ওয়েব-সিরিজ খেলে গেল সৃজিতের মাথায়, 'কাস্টিং'-এ 'চমক'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
লাস্ট মিনিটের হুল্লোড় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেখানেই নবমীর রাতে ধরা পড়ল এক হাসির মুহূর্ত। হয়ে গেল ছোট খাটো 'মাংস বিভ্রাট'।
কলকাতা: পুজো শেষ। আজ একাদশী। শহর জুড়ে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি প্রায় শেষ। আবার বছরভরের অপেক্ষা। বিদায়বেলায় একবার শেষবারের মতো মাকে দেখা, প্রার্থনা। বৃষ্টি উপেক্ষা করেই রাতভর ঠাকুরদেখা, সবের ইতি এ বছরের মতো। বনেদি থেকে বারোয়ারি- দেবীবরণ-সিঁদুরখেলা-ধুনচিনাচে বিদায়ের পালা। বছরভরের অপেক্ষার আগে লাস্ট মিনিটের হুল্লোড় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেখানেই নবমীর রাতে ধরা পড়ল এক হাসির মুহূর্ত। হয়ে গেল ছোট খাটো ‘মাংস বিভ্রাট’।
‘সেলিব্রেটি’রাও নিজেদের মতো করে মেতে উঠেছিলেন আনন্দে। এ বছর টলি-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় বসেছিল চাঁদের হাট। ছিলেন সৃজিত, সুস্মিতা, শোলাঙ্কি, অঙ্কুশ, ঐন্দ্রিলা। সৃজিতের ভাষায় ‘মাংস’ ছিল ঐতিহাসিক। তবে সেদিন নাকি চুরি গিয়েছিল মাংস। সে প্রসঙ্গ তুলতেই অট্টহাস্যে ফেটে পড়লেন সবাই। সৃজিত বলে ওঠেন, ‘দুর্দান্ত স্ক্রিপ্ট পেয়েছি। ঋত্বিকের সঙ্গে কথা বলছি। ওয়েব সিরিজ তৈরি করব।’ তা শুনেই অঙ্কুশ হাজরা বলেন, ‘আমি কিন্তু এখন সব রকম চরিত্রই করছি। মাংস চোর হতে কোনও অসুবিধা নেই।’ প্রসঙ্গত. এই পুজোতেই মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’, যেখানে অঙ্কুশের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছে। মজা করে ঐন্দ্রিলা জানান, ‘আমি তো ভাবছিলাম অঙ্কুশ মাংসটা হবে।’ ফের হাসির বন্যা। খেতে খেতে বিষম লাগার জোগাড়।
advertisement
advertisement
advertisement
হইহই করেই সুদীপার বাড়িতে হয় দুর্গাপুজো। এ বছরেরও সেখানে উপস্থিত ছিলেন বহু তারকা। সে সব ছবি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 10:01 AM IST