Sudipa Chatterjee : প্রথম প্রকাশ্যে ১১ বছর আগের বিয়ের ছবি! সঞ্চালিকার প্রোফাইলে অকাল মধুমাস

Last Updated:

এত দিন পর প্রথম সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ যদিও বিবাহবার্ষিকী আসতে দেরি এক মাসের বেশি সময় ৷

কলকাতা : সাতপাকে বাঁধা পড়েছিলেন ১১ বছর আগে ৷ বালিগঞ্জ প্লেসে চ্যাটার্জি হাউসে এক ঘরোয়া অনুষ্ঠানে এক হয়েছিল চার হাত ৷ এত দিন পর প্রথম সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায় ৷ যদিও বিবাহবার্ষিকী আসতে দেরি এক মাসের বেশি সময় ৷ কিন্তু রান্নাঘর-এর সঞ্চালিকার প্রোফাইলে যেন অকাল মধুমাস ৷ ছবির সঙ্গে সুদীপার দেওয়া ক্যাপশনও মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷
পরিচালক অগ্নিদেবের সঙ্গে উত্তর কলকাতার যৌথ পরিবারের মেয়ে সুদীপার আলাপ কাজের সূত্রে ৷ আলাপ থেকে প্রেম রূপান্তরের পথে অন্যতম অনুঘটক ছিল অগ্নিদেবের পোষ্যরা ৷ তাঁর বাড়িতে গিয়ে সুদীপার ভাল লেগেছিল পোষ্য সারমেয়দের ৷ সেই ভালবাসাই দু’জনকে ক্রমশ কাছাকাছি এনেছিল ৷ অন্তরঙ্গ নৈকট্যের কাছে ম্লান হয়ে গিয়েছিল দু’জনের মাঝে বয়সের বিস্তর ব্যবধানও ৷
advertisement
২০১০ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় অগ্নিদেব ও সুদীপার ৷ অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতেই বসেছিল বিয়ের আসর ৷ এর পর আরও এক বার তাঁদের বিয়ে হয় ৷ সেটা অবশ্য আইনি বিয়ে ৷ প্রথম অর্থাৎ আনুষ্ঠানিক বিয়ের ৭ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি ৷
advertisement
দু’বার বিয়ের সঙ্গে ছিল দু’টি মধুচন্দ্রিমাও ৷ প্রথম বার অগ্নিদেব সুদীপা গিয়েছিলেন মানালিতে ৷ ৭ বছর পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় গন্তব্য ছিল সুদূর ইউরোপ ৷ ফেসবুকে সুদীপা জানিয়েছেন, তিনি হিন্দি ছবির ভক্ত ৷ তাই মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার ইচ্ছে, প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মানালি ও সুইৎজারল্যান্ড ৷ সুদীপার কথায়, অগ্নিদেব কম কথার মানুষ ৷ কিন্তু তাঁর দু’টি স্বপ্নই পূর্ণ করেছেন ৷
advertisement
স্বামী অগ্নিদেব এবং ছেলে আদিদেবকে নিয়ে সুদীপা এখন ভরপুর সংসারী ৷ অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের সঙ্গেও তাঁর সম্পর্ক অন্তরঙ্গ ৷ প্রথমে তাঁদের মধ্যে জটিলতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সহজ হয়েছে তাঁদের সম্পর্ক ৷ গত বছর অগস্টে ভাগ্নির বিয়ে উপলক্ষে সুদীপা শেয়ার করেছিলেন আকাশের বিশেষ বান্ধবী, তাঁর হবু পুত্রবধূ হিন্দোলা ছবিও ৷
advertisement
অগ্নিদেবের কথায়, সুদীপা পরিবারের সদস্যদের খুব কাছের ৷ সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক ৷ অন্যদিকে, অগ্নিদেব নিজে পছন্দ করেন একা একা সময় কাটাতেই ৷ তবে সুদীপা তাঁর সবথেকে ভাল বন্ধু, সে কথাও স্বীকার করেন অগ্নিদেব ৷ স্ত্রীর রান্নারও তিনি ভক্ত, সে কথাও জানাতে ভোলেন না পরিচালক ৷
অন্যদিকে, সুদীপাও তাঁর জীবনে অগ্নিদেবের প্রভাবের কথা মুক্তকণ্ঠে বলেন ৷  তাঁর কাজ থেকে সাজ, সবকিছুতেই অগ্নিদেবের প্রভাব আছে ৷ স্বামীর প্রশংসা করতে তিনি দ্বিধাহীন, একাধিকবার বলেছেন সুদীপা ৷ বিয়ের ছবি শেয়ার করার সময়ও ধরা পড়েছে তাঁর মনের সেই ছবি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee : প্রথম প্রকাশ্যে ১১ বছর আগের বিয়ের ছবি! সঞ্চালিকার প্রোফাইলে অকাল মধুমাস
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement