Sudipa Chatterjee: ছেলের মাথায় প্রদীপের ওম থেকে স্বামীর সামনে রাজসিক ভোজ, সুদীপার জামাইষষ্ঠী জমজমাট

Last Updated:

সামাজিক মাধ্যমে ষষ্ঠীব্রত পালনের ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷

কলকাতা : ছেলে আকাশের মাথায় ছুঁইয়ে দিলেন প্রদীপের ওম ৷ তার পর হাতে দিলেন টাকা ৷ ষষ্ঠীর উপহার ৷ সামাজিক মাধ্যমে ষষ্ঠীব্রত পালনের ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷
প্রসঙ্গত সুদীপার স্বামী অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশ ৷ প্রথমে সুদীপার সঙ্গে তাঁর সম্পর্কে টানাপড়েন থাকলেও এখন তাঁর সঙ্গে আকাশ খুবই সহজ ৷ নিজেই এ কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন সুদীপা ৷ কিছু দিন আগে আকাশ ওরফে টিনটিনের জন্মদিন পালনে এলাহি আয়োজনের ছবিও তিনি শেয়ার করেছিলেন ৷ এ বার ষষ্ঠীব্রত পালনের সময়েও সুদীপা শেয়ার করলেন আকাশকে আশীর্বাদ করার ছবিই ৷
advertisement
advertisement
সঞ্চালক সুদীপা নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয় ৷ তাঁর জামাইষষ্ঠী পালনের ছবিও ভেসে গিয়েছে শুভেচ্ছায় ৷ তবে সুদীপার ষষ্ঠীপালনের একাধিক অংশ ৷ আকাশকে আশীর্বাদ জানানোর পর এ বার সুদীপার দাদা বৌদিদের মাঝে আরও এক বার জামাইষষ্ঠী ৷ সেখানে আপ্যায়নের কেন্দ্রে অবশ্যই জামাই, অগ্নিদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে সমান তালে নজর কেড়েছে সুদীপার ছেলে, ছোট্ট আদিদেবও ৷
advertisement
জামাইষষ্ঠী উপলক্ষে একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা ৷ প্রথমটিতে তিনি আশীর্বাদ করছেন আকাশকে ৷ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ‘শক্তিমান’ ধারাবাহিকের টাইটেল সং ৷ সুদীপার কথায়, প্রত্যেক মায়ের ইচ্ছে, তাঁর ছেলে একদিন শক্তিমান হয়ে উঠুক ৷
দ্বিতীয় ভিডিয়োটিতে বরণ করে নেওয়া হচ্ছে জামাই অগ্নিদেবকে ৷ তার সঙ্গে সুদীপা বেছে নিয়েছেন ‘হীরক রাজার দেশে’-র সেই অমোঘ গান, ‘মোরা দুজনাই রাজার জামাই’৷
advertisement
রূপকথার গুগাবাবা-র মতো ভূতের রাজার বর না পেলেও বাঙালি ঘরের সব জামাই-ই আদতে ‘রাজার জামাই’৷ অন্তত বছরের এই একটি দিন ৷ কার্যত এই কথাই মনে করিয়ে দিল সুদীপার আন্তরিক ঘরোয়া আপ্যায়নের ভিডিয়ো ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: ছেলের মাথায় প্রদীপের ওম থেকে স্বামীর সামনে রাজসিক ভোজ, সুদীপার জামাইষষ্ঠী জমজমাট
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement