হানিমুনে শুভশ্রীর পারফর্ম্যান্স ছিল ফাটাফাটি, পেলেন সেরার শিরোপা

Last Updated:
#কলকাতা: এই তো কিছুদিন হল ৷ ধুমধাম করে রাজকীয় বিয়ে সেরেছেন রাজ-শুভশ্রী ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন রাজ ঘরণী ৷ তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল কম ছিল না ৷ বিয়ে থেকে রিসেপশন, কখন কী করছেন মিস্টার ও মিসেস চক্রবর্তী, তা জানতে উৎসুক ছিলেন সবাই ৷ বিয়ের পর বেশ কয়েকটি মন্দিরে ঘুরতে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে ৷
এখনও কিন্তু হানিমুনটা সারা হয়নি তাঁদের ৷ এর আগেই ‘হানিমুন’-এর জন্য সেরার শিরোপা জিতে নিয়েছেন অভিনেত্রী ৷ আসলে ‘হানিমুন’ ছবিতে অভিনয়ের জন্য টেলি সিনে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি ৷

#jayati made me win this #honeymoon thanks #telecine Premendu Bikash Chaki

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

advertisement
advertisement
আর পুরস্কার জেতার পর, অ্যাওয়ার্ড হাতে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নায়িকা ৷ শুভশ্রীর চরিত্রের নাম ছিল জয়তী। তার জন্যই এ বার এল পুরস্কার। ‘হানিমুনে’শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ৷ অনেকদিন দমফাটা হাসির ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরেছেন রঞ্জিত মল্লিক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হানিমুনে শুভশ্রীর পারফর্ম্যান্স ছিল ফাটাফাটি, পেলেন সেরার শিরোপা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement