Indubala Bhaater Hotel trailer: বাংলার অগ্নিগর্ভ ইতিহাস ও একটি ভাতের হোটেল, শুভশ্রী আসছেন খুলনার ইন্দু হয়ে, প্রকাশ্যে ট্রেলার

Last Updated:

Indubala Bhaater Hotel trailer: কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ বানিয়েছেন দেবালয় ভট্টাচার্য। আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে ইন্দুবালার লড়াইয়ের গল্প।

'ইন্দুবালা ভাতের হোটেল'।
'ইন্দুবালা ভাতের হোটেল'।
কলকাতা: অভিনয় জীবনের মধ্য গগনে ৭৫ বছরের বৃদ্ধার জুতোয় পা গলানো। সহজ নয়। কিন্তু সেই কঠিন কাজটিই করে দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  হইচই-এর এই ওয়েব সিরিজে সেই ডিভা নিজেকে ভেঙেচুরে ফেলেছেন চরিত্রের জন্য। প্রথমবার ওটিটি-তে পা রাখা। আর সেই পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ। প্রকাশ পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রেলার।
কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ বানিয়েছেন দেবালয় ভট্টাচার্য। আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাচ্ছে ইন্দুবালার লড়াইয়ের গল্প।
advertisement
advertisement
দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এমনই কিছু মোড় ঘোরানো ইতিহাসের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাস। সেই সময়ের অজানা একটি লড়াইয়ের গল্প। সিন্ধুর একটি বিন্দু হয়তো। কিন্তু তার জীবন উদ্বুদ্ধ করতে পারে কত শত মানুষকে। সেই ইন্দুবালা খুলনার কলাপোতা গ্রামের একটি মেয়ে। বিয়ে হয়েছে কলকাতায়। যে তার গ্রামের খাবারের স্বাদ বাঁচিয়ে রাখতে লড়াই করে চলেছে। খুলনার রান্না নিয়েই ভাতের হোটেল খুলল সে কলকাতা শহরে। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া থেকে অফিসকর্মীদের খাইয়েই নিজের শিকড়ে ফিরে যায় বারবার। হোটেলেই তৈরি হতে থাকল ছোট ছোট গল্প, স্মৃতি।
advertisement
বালিকা থেকে বৃদ্ধা, ইন্দুর গোটা জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন শুভশ্রী। নায়িকার কথায়, ‘‘ওটিটি-তে প্রথম বার কাজ। ইন্দু ছাড়া আর কোনও গল্প নিয়ে আসতাম না হয়তো। চিত্রনাট্য পড়েই বুঝেছিলাম, এই চরিত্র আমিই করছি। এমন কাজ জীবনে প্রথমবার। দর্শক আমাকে কীভাবে গ্রহণ করবেন, সেটাই দেখার জন্য মুখিয়ে আছি।’’
advertisement
শুভশ্রী ছাড়াও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতারাও এই গল্পকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী ৮ মার্চ থেকে শুরু ইন্দুর পথচলা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indubala Bhaater Hotel trailer: বাংলার অগ্নিগর্ভ ইতিহাস ও একটি ভাতের হোটেল, শুভশ্রী আসছেন খুলনার ইন্দু হয়ে, প্রকাশ্যে ট্রেলার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement