#কলকাতা: সরস্বতী পুজোতে রাজ চক্রবর্তীর সঙ্গে অনবদ্য সাজে সেজেছেন শুভশ্রী ৷ পরনে ঘিয়ে রঙের শাড়ি (ইংরেজিতে অফ হোয়াইট), অলঙ্কারে অপূর্ব লাগছিল টলিউডের অন্যতম মোহময়ী নায়িকা ও রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ৷ গত ২৯ জানুয়ারি সরস্বতী পুজোর দিন রাজের অফিস সেডে উঠেছিল তারকার মেলায় ৷
View this post on Instagram
তাঁদের অফিসের পুজোর ছবি ও ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সরস্বতী পুজোয় সব থেকে বড় চমক পুজোর দিন শুভশ্রী যেই শাড়িটি পরেছিলেন সেটি হল তাঁর আইবুড়ো ভাতের শাড়ি ৷ অন্তত এমনটাই জানতে ও শুনতে পারা যাচ্ছে ৷ শুভশ্রীর বিয়ের পোশাকের পুরো ভার নিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ৷ তাঁর পোশাক ও মন কাড়া ডিজাইনে বেশ লাগছিল শুভশ্রীকে ৷ এই বিষয়েই একাধিক মন্তব্য দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
View this post on Instagram
অফিসের পুজোয় রাজের পাশাপাশি শুভশ্রী সরসব্তী বন্দনায় বেশ মনযোগী ছিলেন ৷ তুলাকা বসু-সহ একাধিক তারকার সমাবেশ ঘটেছিল ৷ মা লীলা চক্রবর্তী ও বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীও উপস্থিত ছিলেন সব মিলিয়ে এক জমাটি ও জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছিল সরস্বতী পুজোর দিনে ৷
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raj Chakraborty, Saraswati Puja 2020, Subhashree Ganguly