আপাতত জট কাটল টলিপাড়ায়, শ্যুটিং ফ্লোরে ফের ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’

Last Updated:

বৃহস্পতিবার থেকেই ফের শ্যুটিং শুরু হতে পারে টলিপাড়ায় ৷ ফের ফ্লোরে তুমুল ব্যস্তত চোখে পড়বে ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’ ও ‘পটলকুমার গানওয়ালা’র ৷

#কলকাতা: বৃহস্পতিবার থেকেই ফের শ্যুটিং শুরু হতে পারে টলিপাড়ায় ৷ ফের ফ্লোরে তুমুল ব্যস্তত চোখে পড়বে ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’ ও ‘পটলকুমার গানওয়ালা’র ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই আপাতত জট কাটল টুলপাড়ার সিরিয়াল মহলে ৷ মুখ্যমন্ত্রী এখন রয়েছেন দার্জিলিঙে ৷ সফর থেকে ফিরেই এই বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি ৷ সমাধানের আশ্বাস পেয়ে বৃহস্পতিবার থেকেই শ্যুটিংয়ের কাজে দেবেন বলে জানিয়েছেন সিনে টেকনিশিয়ান ফেডারেশন ৷ বুধবার ওভারটাইমের দাবিতেই কর্মবিরতির ডাক দিয়েছিল কলাকুশলীরা ৷
টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷ বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে নিজেই এগিয়ে এসেছেন ৷ সমস্যা সমাধানের পরিবেশ সৃষ্টি করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোনও মতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না৷ কিন্তু মঙ্গলবার সেই শ্যুটিং হল বন্ধ ! বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের শ্যুটিংও সেদিনের মতো গেল আটকে ৷ কর্মবিরতিতে গেলেন টলিপাড়ার কলাকুশলীরা৷
advertisement
তবে বুধবার সকালে পরিস্থিতি সামাল দিতে বিশেষ বৈঠকের ডাক দিল প্রযোজক ও ফেডারেশন অব সিনে টেকনিশিয়ন অ্যান্ড ওয়ার্কস ৷ প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷ বুধবার সমস্যা সমাধানের জন্য ডাকা হয়েছে বিশেষ বৈঠকও ৷ বৈঠকের পরে দ্রতু সিদ্ধান্ত নিতেই ফের শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে, আশা করছে টলিপাড়ার কলাকুশলীরা!
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
আপাতত জট কাটল টলিপাড়ায়, শ্যুটিং ফ্লোরে ফের ‘ভুতু’, ‘গোয়েন্দা গিন্নি’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement