কাচ ঘেরা ড্রয়িং রুম, বড়সড় জিমখানা, সলমনের ফার্ম হাউজ যেন ৫ স্টার হোটেল !

Last Updated:

সলমনের সঙ্গে ফার্মহাউজ বন্দি রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ও বান্ধবী লুলিয়া ভান্তুরও ৷

#মুম্বই: যেদিন থেকে গোটা দেশজুড়ে লকডাউন, সেদিন থেকেই মুম্বইয়ের পানভেলে নিজেকে ফার্ম হাউজে আটকে ফেলেছেন সলমন খান ৷ তবে তিনি একা নন, লকডাউনে সলমনের সঙ্গে ফার্মহাউজ বন্দি রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ও বান্ধবী লুলিয়া ভান্তুরও ৷
সলমনের এই ফার্ম হাউজ কোনও একটা ছোট গ্রাম থেকে কম নয় ৷ ফার্ম হাউজের ভিতরেই চাষের ক্ষেত, বড়সড় সবজির বাগান ৷ এমনকী, আলাদা আলাদা করে রয়েছে মরসুমি ফলের বাগানও ৷ সঙ্গে পুকুর ভরা মাছ, পোলট্রি ফার্ম ৷ ঘোড়াও চলে সলমনের ফার্ম হাউজের ময়দানে ৷
এতো গেল সলমনের ফার্ম হাউজের বাইরের গল্প৷ তবে এই ফার্ম হাউজে যেখানে সলমন রয়েছেন, তা কিন্তু কোনও ফাইভ স্টার হোটেল থেকে কম নয় ৷ ঢুকতেই রয়েছে বড়সড় সুইমিং পুল ৷ আর তারপরেই কাচ ঘেরা বড় মাপের এক বৈঠকখানা ৷ সলমনের এই ফার্ম হাউজে রয়েছে দারুণ একটা জিমখানা ৷ এখানেই সবচেয়ে বেশি সময় কাটান সলমন ৷
advertisement
advertisement
ছবিতে দেখা গেছে লুলিয়া, জ্যাকলিনদের নিয়ে এই ফার্ম হাউজে দারুণ হ্যাপি রয়েছেন সলমন ৷ খাচ্ছেন, দাচ্ছেন, আড্ডা দিচ্ছেন জমিয়ে ৷
দেখুনে সলমনের ফার্ম হাউজের সব ছবি----
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাচ ঘেরা ড্রয়িং রুম, বড়সড় জিমখানা, সলমনের ফার্ম হাউজ যেন ৫ স্টার হোটেল !
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement