RRR: রাজামৌলির কাছে পরাজিত রিহানা, গাগা! আরআরআর-এর ঝুলিতে ফের আন্তর্জাতিক পুরস্কার

Last Updated:

RRR: আন্তর্জাতিক স্তরে ১০০টিরও বেশি নমিনেশন পেয়েছে ছবিটি। এমনকী অস্কারেও সেরা সঙ্গীত বিভাগে মনোনীত 'আরআরআর'। 'অ্যালায়েন্স ওম্যান ফিল্ম জার্নালিস্টস'-এর পক্ষ থেকে এই ছবিটি পুরস্কার পায়।

আরআরআর
আরআরআর
#হায়দরাবাদ: ফের আরআরআর-এর ঝুলিতে আন্তর্জাতিক পুরস্কার! গোল্ডেন গ্লোবের পর এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে এসএস রাজামৌলির জয়জয়কার। 'ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম' বিভাগে সেরার পুরস্কার পেল এই তেলুগু ছবি। আবারও গর্বে বুক জুড়াল ভারতের। ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ট্যুইটার পেজ থেকে ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানানো হয়েছে। শুধু তা-ই নয়, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে 'বেস্ট অরিজিনাল সং', সেরা মৌলিক গানের পুরস্কারও পেল 'নাটু নাটু'।
বিশ্বমঞ্চে সমাদৃত একাধিকবার রাজামৌলির 'আরআরআর'। মুক্তির এক বছরের মধ্যেই ৩০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার এসেছে এই ছবির ঝুলিতে। মোট ৩৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি। স্যাটার্ন অ্যাওয়ার্ড, হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মানিত এই ছবি।
advertisement
advertisement
আন্তর্জাতিক স্তরে ১০০টিরও বেশি নমিনেশন পেয়েছে ছবিটি। এমনকী অস্কারেও সেরা সঙ্গীত বিভাগে মনোনীত 'আরআরআর'। 'অ্যালায়েন্স ওম্যান ফিল্ম জার্নালিস্টস'-এর পক্ষ থেকে এই ছবিটি পুরস্কার পায়। জানুয়ারিতে ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডার পক্ষ থেকেও 'আরআরআর'-কে সেরা আন্তর্জাতিক ছবির শিরোপা দেওয়া হয়। ১২ ডিসেম্বর লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকেও 'নাটু নাটু' গানের জন্য পুরস্কার দেওয়া হয় এম এম কিরাবাণীকে। আরও একাধিক পুরস্কার পেয়েছে এই ছবি।
advertisement
দিন কয়েক আগে গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার পেয়েছে জনপ্রিয় ওই গান। প্রথমবার এশিয়ান গান 'নাটু নাটু', যা এই পুরস্কার পেয়েছে। সেবারও রিহানার মতো সঙ্গীতজগতের তারকাকে হারিয়েছিলেন রাজামৌলির ছবির গান। ফের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে রিহানা এবং লেডি গাগার মতো বিশ্ব বিখ্যাতদের হারিয়ে সেরা হল কিরাবাণীর সুর দেওয়া 'নাটু নাটু'।
advertisement
পুরস্কার নেওয়ার সময়ে রাজামৌলি তাঁর মা এবং স্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, তাঁর কথায়, ''আমার মা প্রথাগত শিক্ষায় বিশ্বাসী নন, স্কুলের পড়াশোনার ধরন নিয়ে তাঁর আপত্তি ছিল। তাই ছোট থেকেই আমাকে কমিকস বই, গল্পের বউ পড়ার উৎসাহিত করেছেন। সম্ভবত সে কারণেই আমার মনে কল্পনাশক্তি জোরালো হয়েছে।'' এর পর নিজের স্ত্রী, ডিজাইনার রামা রাজামৌলির উল্লেখ করে তিনি বলেন, ''আমার জীবনের ডিজাইনার আমার স্ত্রী।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR: রাজামৌলির কাছে পরাজিত রিহানা, গাগা! আরআরআর-এর ঝুলিতে ফের আন্তর্জাতিক পুরস্কার
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement