'স্বদেশ'-এর গানে বাচ্চাদের নাচ দেখে চোখে জল শাহরুখের ! গ্যালারিতে বসেও ভাইরাল আব্রামের বাবা, দেখুন ভিডিও
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
শাহরুখের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খানও। শুধু শাহরুখ-গৌরীই নন, অন্যান্য তারকা জুটিও হাজির ছিলেন সেখানে।
মুম্বই: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বহু প্রতীক্ষিত অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান। আর সেখানে কনিষ্ঠ পুত্র আব্রামের পারফরম্যান্স চাক্ষুষ করে গর্বে রীতিমতো উজ্জ্বল হয়ে উঠেছিলেন স্বয়ং বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেই সঙ্গে নিজেও মন মাতালেন বাদশা। মঞ্চে স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান দেখে কখনও তিনি ঠোঁট মেলালেন উচ্ছ্বাসে, দুলে উঠলেন নাচের তালে। কখনও আবার নিজেই আবেগপ্রবণ হয়ে পড়লেন বাদশা।
আসলে গানগুলির অধিকাংশ যে তাঁরই সিনেমার গান! পাশে বসে কন্যা সুহানা খান। মঞ্চে যখন বাচ্চারা পারফর্ম করছে Woh Ladki Jo– গানের সঙ্গে, শাহরুখ আর সুহানা পরস্পরের দিকে ফিরে গাইলেন সেই গান। ভিডিও ভাইরাল গ্যালারি থেকে। দেখুন।
advertisement
advertisement
King @iamsrk vibing on “Levitating X Woh Ladki Jo” pic.twitter.com/8Aq92hgGdZ
— Nidhi (@SrkianNidhiii) December 19, 2024
এর পর ‘স্বদেশ’ সিনেমার গান হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন শাহরুখ। মুগ্ধ হয়ে দেখে চললেন স্কুল পড়ুয়াদের পারফরম্যান্স। সেই ভিডিও ভাইরাল নিমেষে।
SRK became emotional when the students were performing on Swades’ song “Yeh Jo Desh Hai Tera”. @iamsrk pic.twitter.com/lZMT3YVWcO
— Nidhi (@SrkianNidhiii) December 19, 2024
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান রীতিমতো জমে উঠেছিল। সেখানে বসেছিল তারাদের হাট! উপস্থিত হয়েছিলেন বি-টাউনের প্রথম সারির জনপ্রিয় তারকারা। এঁদের মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং করিনা কাপুর খান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
December 20, 2024 5:57 PM IST