Srijit Mukherji: ‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি’, সৃজিতের পোস্টে আর্দ্র নেটিজেন-মন

Last Updated:

ছোট্ট আয়রা গুটিসুটি দিয়ে বসে আছে সৃজিতের কোলে হেলান দিয়ে ৷ তাকে জড়িয়ে আছেন পরিচালক (Srijit Mukherji) ৷ আয়রার চোখে অস্ত্রোপচার করা হবে ৷

কলকাতা : ছোট্ট আয়রা গুটিসুটি দিয়ে বসে আছে সৃজিতের কোলে হেলান দিয়ে ৷ তাকে জড়িয়ে আছেন পরিচালক (Srijit Mukherji) ৷ আয়রার চোখে অস্ত্রোপচার করা হবে ৷ সে জন্য চিকিসকের কাছে যাওয়ার আগে অপেক্ষমাণ সৃজিত ও আয়রা ৷ সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি৷’’ সৃজিত ও আয়রা, দু’জনের মুখই মাস্কের আড়ালে ৷
পরিচালকের শেয়ার করা ছবি ও ক্যাপশনে আর্দ্র নেটিজেনদের মন ৷ কবি শ্রীজাত-সহ অনেক নেটিজেন খুদে আয়রার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ পারিবারিক পরিসর মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সৃজিত ৷ কিছু দিন আগেই তিনি শেয়ার করেছিলেন মিথিলা ও আয়রার সঙ্গে তাঁর ছবি ৷ তিন জনে গাড়িতে কোথাও যাচ্ছিলেন ৷ সেই ছবির ক্যাপশনও মন জয় করেছে দর্শকদের ৷ ক্যাপশনে সৃজিত লিখেছিলেন ‘দ্য মিথিলা রাজ বায়োপিক’ ৷
advertisement
advertisement
সম্প্রতি ওয়েবসিরিজ ‘রে’-এর দু’টি গল্প পরিচালনা করে ফের বিতর্কের কেন্দ্রে সৃজিত ৷ সত্যজিৎ রায়ের ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ এবং ‘বহুরূপী’ গল্পের অনুসরণে সৃজিত করেছেন যথাক্রমে ‘ফগেট মি নট’ ও ‘বহুরূপিয়া’ ৷ মূল গল্প থেকে ছবিতে প্রচুর পরিবর্তন আনায় ইতিমধ্যেই সমালোচিত সৃজিত ৷ সত্যজিৎপ্রেমীদের বড় অংশ পরিচালকের উপর রীতিমতো খ্ড়গহস্ত ৷ তবে অন্যদিকে অনেকেই স্বাগত জানিয়েছেন পরিবর্তনকে ৷
advertisement
ওয়েবসিরিজের পাশাপাশি সিরিজ পরিচালনা করছেন ‘এক্স=প্রেম’ এবং মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’৷ হাজারো ব্যস্ততা সত্ত্বেও সৃজিত অতিমারির দ্বিতীয় তরঙ্গে সামিল হয়েছিলেন জনসেবায় ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে শেয়ার করেছিলেন গুরুত্বপূর্ণ তথ্য ৷ সেইসঙ্গে অক্সিজেন পরিষেবা, সেফ হোম-সহ ত্রাণবন্টনে অন্যান্য ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: ‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি’, সৃজিতের পোস্টে আর্দ্র নেটিজেন-মন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২২ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement