Srijit Mukherji: ‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি’, সৃজিতের পোস্টে আর্দ্র নেটিজেন-মন

Last Updated:

ছোট্ট আয়রা গুটিসুটি দিয়ে বসে আছে সৃজিতের কোলে হেলান দিয়ে ৷ তাকে জড়িয়ে আছেন পরিচালক (Srijit Mukherji) ৷ আয়রার চোখে অস্ত্রোপচার করা হবে ৷

কলকাতা : ছোট্ট আয়রা গুটিসুটি দিয়ে বসে আছে সৃজিতের কোলে হেলান দিয়ে ৷ তাকে জড়িয়ে আছেন পরিচালক (Srijit Mukherji) ৷ আয়রার চোখে অস্ত্রোপচার করা হবে ৷ সে জন্য চিকিসকের কাছে যাওয়ার আগে অপেক্ষমাণ সৃজিত ও আয়রা ৷ সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি৷’’ সৃজিত ও আয়রা, দু’জনের মুখই মাস্কের আড়ালে ৷
পরিচালকের শেয়ার করা ছবি ও ক্যাপশনে আর্দ্র নেটিজেনদের মন ৷ কবি শ্রীজাত-সহ অনেক নেটিজেন খুদে আয়রার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ পারিবারিক পরিসর মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সৃজিত ৷ কিছু দিন আগেই তিনি শেয়ার করেছিলেন মিথিলা ও আয়রার সঙ্গে তাঁর ছবি ৷ তিন জনে গাড়িতে কোথাও যাচ্ছিলেন ৷ সেই ছবির ক্যাপশনও মন জয় করেছে দর্শকদের ৷ ক্যাপশনে সৃজিত লিখেছিলেন ‘দ্য মিথিলা রাজ বায়োপিক’ ৷
advertisement
advertisement
সম্প্রতি ওয়েবসিরিজ ‘রে’-এর দু’টি গল্প পরিচালনা করে ফের বিতর্কের কেন্দ্রে সৃজিত ৷ সত্যজিৎ রায়ের ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ এবং ‘বহুরূপী’ গল্পের অনুসরণে সৃজিত করেছেন যথাক্রমে ‘ফগেট মি নট’ ও ‘বহুরূপিয়া’ ৷ মূল গল্প থেকে ছবিতে প্রচুর পরিবর্তন আনায় ইতিমধ্যেই সমালোচিত সৃজিত ৷ সত্যজিৎপ্রেমীদের বড় অংশ পরিচালকের উপর রীতিমতো খ্ড়গহস্ত ৷ তবে অন্যদিকে অনেকেই স্বাগত জানিয়েছেন পরিবর্তনকে ৷
advertisement
ওয়েবসিরিজের পাশাপাশি সিরিজ পরিচালনা করছেন ‘এক্স=প্রেম’ এবং মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিতু’৷ হাজারো ব্যস্ততা সত্ত্বেও সৃজিত অতিমারির দ্বিতীয় তরঙ্গে সামিল হয়েছিলেন জনসেবায় ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে শেয়ার করেছিলেন গুরুত্বপূর্ণ তথ্য ৷ সেইসঙ্গে অক্সিজেন পরিষেবা, সেফ হোম-সহ ত্রাণবন্টনে অন্যান্য ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রণী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji: ‘আমার রাজকন্যার চোখে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি’, সৃজিতের পোস্টে আর্দ্র নেটিজেন-মন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement