viral: মিথিলাকে বিয়ে করলেন সৃজিত, মিথিলার প্রাক্তন স্বামী গাইলেন ‘ডোন্ট কেয়ার’!

Last Updated:

মিথিলার বিয়ের রাতেই নিজের ফেসবুক প্রোফাইলে তাহসান লেখেন ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই !’

#ঢাকা: ৬ ডিসেম্বর বাংলাদেশের অভিনেত্রী, মডেল, গায়িকা মিথিলাকে বিয়ে করে ফেললেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ কলকাতায় নিজের বাড়িতেই ছিমছাম অনুষ্ঠানে বিয়েটা সেরে ফেললেন মিথিলা ও সৃজিত ৷ আর এখন তো মিথিলাকে সঙ্গে নিয়ে জেনেভা উড়ে গিয়েছেন সৃজিত ৷ ইনস্টাগ্রাম ও ট্যুইটারে ছবিও শেয়ার করেছেন পরিচালক ৷ সেই ছবিই আপাতত বিনোদন জগতের বড় খবর৷
তবে এর পাশাপাশি আরও একটি পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন ৷ পোস্টটি আর কারও নয়, মিথিলার প্রাক্তন স্বামী বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের ! তবে পোস্টটি তাহসান নিজে করেননি সোশ্যাল মিডিয়ায়, বরং তাঁর অনুরাগীরাই একটি গানের ভিডিও পোস্ট করে শুরু করেছেন গুঞ্জন !
ঘটনাটি একটু বিশদে বলা যাক ৷ ফেসবুকে তাহসানের একটি গানের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে যে গানটি তাহসান গেয়েছেন, তাতে বিরহের কথা রয়েছে৷ আর সে থেকেই তাহসানের অনুরাগীরা গুঞ্জন শুরু করেছেন ৷
advertisement
advertisement
আসলে ৬ তারিখ কলকাতায় বিয়ে হয় মিথিলা ও তাহসানের ৷ আর অন্যদিকে মিথিলার বিয়ের রাতেই নিজের ফেসবুক প্রোফাইলে তাহসান লেখেন ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই !’ ফেসবুকে তাঁর এই স্টেটাস দেখে অনেকেই নানারকম প্রশ্ন তুলেছেন ৷ তবে সেই গুঞ্জন শেষ হতে না হতেই, তাহসানের একটি গানের ভিডিও ভাইরাল ৷ যেখানে গানের কথায় রয়েছে, ‘একদিন এই বেইলী রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই, আই ডোন্ট কেয়ার’ ৷ ব্যস, অনুরাগীরা মনে করছেন এই গানটি শুধুই গান নয়, কাউকে ইঙ্গিত করেই এই গানটি গেয়েছেন তাহসান ৷
advertisement
শুনুন সেই গান----
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
viral: মিথিলাকে বিয়ে করলেন সৃজিত, মিথিলার প্রাক্তন স্বামী গাইলেন ‘ডোন্ট কেয়ার’!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement