#কলকাতা: খুব ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ সামনেই তাঁর বহু চর্চিত ছবি ‘জুলফিকর’-এর মুক্তি ৷ বাংলা সিনেমার দর্শকদের জন্য এবার পুজোতে শেক্সপিয়রের দুই গল্পকেই সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ ছবির নাম ‘জুলফিকর’ ! জুলিয়াস সিজার ও অ্যান্টনি ক্লিওপেট্রাকেই পর্দায় আনতে চলেছেন সৃজিত ৷
ছবির প্রোমোশনের মধ্যেই সৃজিত সেলিব্রেট করে চলেছেন নিজের বার্থডে৷ তবে একা নয় ৷ সঙ্গে ‘জুলফিকর’ ছবির অভিনেতারা ৷
সেলিব্রেশন শুরু বৃহস্পতিবার রাত্রি থেকেই ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেক কাটলেন সৃজিত ৷ ছিলেন দেব, পরমব্রত ও যীশু সেনগুপ্ত ৷ তবে জন্মদিনের সকালে নিজের ফেসবুকে সৃজিত হয়ে উঠলেন নস্ট্যালজিক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srijit Mukherjee, Zulfiqar