এবার বলিউড পা রাখছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি

Last Updated:
#মুম্বই: বড় বোন জাহ্নবী কাপুরের পর এবার খুশি কাপুরের বলিউডে পা রাখবার পালা! এই নিয়ে গুঞ্জন চরমে বলিউড পাড়ায়। অনেকেই বলছেন , জাহ্নবীর পর এবার বলিউডে এবার আসতে যাচ্ছে খুশি।
খুশি অভিনেত্রী হওয়ার বিষয়টি নিয়ে খবর উস্কে দিয়েছেন স্বয়ং বনি কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বনি কাপুর দাবি করেন, খুশি আপাতত মডেলিং কেই কেরিয়ার হিসাবে দেখছে। তবে ধীরে ধীরে সেও বলিউড অভিনেত্রী হওয়ার দিকে এগোচ্ছে।
পাশাপাশি বনি আরও জানান, জাহ্নবীকে কোনওদিনই তিনি জোর করেননি অভিনয়ের বিষয়ে। যা জাহ্নবীর মধ্যে ছিল তাই বেরিয়ে এসেছে। বনি বলেন, অর্জুনের অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, আর তাঁকে তা হতে ইন্ধন জুগিয়েছেন সলমন।
advertisement
advertisement
অন্যদিকে, বড় মেয়ে অনশুলা পড়াশুনার দিকে আগ্রহী ছিল বলে তিনি তাঁর নিজের জগত নিয়েই ব্যস্ত। উল্লেখ্য, জাহ্নবী অভিনীত 'ধড়ক' গত সপ্তাহেই মুক্তি পেয়েছে। আর তা ক্রমেই বক্স অফিসে সাফল্য পেয়ে চলেছে। ছবিতে জাহ্নবী ছাড়াও রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। জাহ্নবীর সাফল্যের পর কাপুর পরিবার খুশির বলিউড অভিষেকের জন্য তাকিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বলিউড পা রাখছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement