Sreemoyee Chattoraj Real Age: তিনি বয়স লুকিয়েছেন? তাঁদের অসমবয়সি প্রেম নিয়ে যা বললেন কা‍ঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী

Last Updated:

Sreemoyee Chattoraj Real Age: তাঁদের প্রতি শ্রীময়ীর উত্তর ‘তোমার হিংসা, আমার জয়।’ট্রোলিংয়ে যে তাঁর কিছুই যায় আসবে না, সে কথা স্পষ্ট করে জানাতে ভোলেননি শ্রীময়ী।

তাঁদের আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং
তাঁদের আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং
কলকাতা : টালিগঞ্জে ফের বিয়ের ফুল। বিয়ে করেছেন কা‍‍ঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের আইনি বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং। নেটিজেনদের বক্রোক্তির শিকার এই জুটি। কারণ তাঁদের মধ্যে বয়সের ফারাক। এই প্রসঙ্গে মুখ খুললেন শ্রীময়ী। স্টুডিওতে শ্যুটিং-এর ফাঁকে রিলস বানিয়ে পোস্ট করেছেন তিনি। সঙ্গে দুই সহ-অভিনেত্রী মল্লিকা এবং সোহিনী।
তিনজনের আড্ডাই রিলসে তুলে ধরেন শ্রীময়ী। সরাসরি তিনি নিশানা করেন ট্রোলারদের। অসমবয়সি প্রেম নিয়ে যাঁরা কটাক্ষ করছেন, তাঁদের মোক্ষম জবাব দেন শ্রীময়ী। বলেন, ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তিনি বয়স লুকিয়েছেন। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কা‍ঞ্চনের তৃতীয় স্ত্রী। জানিয়ে দেন তিনি বয়স লুকোনর চেষ্টা আদৌ করেন না।
শ্রীময়ীর সহ-অভিনেত্রী সোহিনী জানান বয়স লুকিয়ে রাখার অভিযোগ তুলে ট্রোলিং করা হয়েছে তাঁকেও। ট্রোলিং ছেড়ে, অন্যদের আনন্দে শামিল হওয়ার আর্জি জানান সোহিনী ও মল্লিকা দু’জনেই। মল্লিকার আরও সংযোজন, তাঁরাও মানুষ। তাঁদের জীবনে স্ট্রাগল, ভাল লাগা, মন্দ লাগা সবই আছে। তাই ট্রোলারদের কাছে তাঁর আর্জি, অন্যদের জীবনে নজর না পেতে নিজেদের নিয়ে ব্যস্ত থাকুন।
advertisement
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগারে জেরবার? সর্দিকাশি সারতেই চায় না? চিবিয়ে ছিবড়ে করে খান সজনেডাঁটা
কটাক্ষের জবাব দিতে গিয়ে রসিকতা করতেও ছাড়লেন না শ্রীময়ী। তাঁর মজার সংযোজন, কাঞ্চনকে পাওয়ার ইচ্ছে ছিল যে সব বান্ধবীদের, কিন্তু পাননি, তাঁরাও নাকি এসব বলছেন। তাঁদের প্রতি শ্রীময়ীর উত্তর ‘তোমার হিংসা, আমার জয়।’ট্রোলিংয়ে যে তাঁর কিছুই যায় আসবে না, সে কথা স্পষ্ট করে জানাতে ভোলেননি শ্রীময়ী। সহকর্মীদের ভালবাসা ও শুভেচ্ছায় তিনি ভাল থাকবেন বলেই বিশ্বাস অভিনেত্রীর।
advertisement
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। কিছু দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাঁদের আইনি বিয়ের ছবি। আগামী ৬ মার্চ আনু্ঠানিক বিয়ে। এর আগে কাঞ্চনের দাম্পত্য ছিল অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানুয়ারি মাসে তাঁদের বিচ্ছেদ খাতায়কলমে সম্পন্ন হয়। তার পরই আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। অভিনেতা তথা বিধায়কের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাস।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sreemoyee Chattoraj Real Age: তিনি বয়স লুকিয়েছেন? তাঁদের অসমবয়সি প্রেম নিয়ে যা বললেন কা‍ঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement