রোশন কি শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন? ইঙ্গিত দিলেন ইনস্টাগ্রামে !

Last Updated:

শ্রাবন্তী আর রোশনের চুপচাপ সোশ্যাল মিডিয়া যুদ্ধ কিন্তু লেগেই ছিল ৷ কখনও রোশন সম্পর্ক নিয়ে নানা কথা লিখছেন, কখনও আবার শ্রাবন্তী ঘুরিয়ে ফিরিয়ে তাঁর উত্তর দিচ্ছেন ৷

#কলকাতা: শ্রাবন্তী আর রোশনের চুপচাপ সোশ্যাল মিডিয়া যুদ্ধ কিন্তু লেগেই ছিল ৷ কখনও রোশন সম্পর্ক নিয়ে নানা কথা লিখছেন, কখনও আবার শ্রাবন্তী ঘুরিয়ে ফিরিয়ে তাঁর উত্তর দিচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে কেউ দমে যাওয়ার পাত্র নয় ৷ তবে এবার রোশনের ইনস্টাগ্রাম স্টোরিতে অন্য ইঙ্গিত ! যা দেখে নতুন জল্পনায় মত্ত এখন নেটিজেনরা !
কী এমন ইঙ্গিত দিলেন রোশন ?
গপ্পোটা হল, রোশন আজকাল পুরো নিজেকে নিয়েই ব্যস্ত৷ জিম করছেন, বডি বানাচ্ছেন আর তাঁর ভিডিও, ছবি আপলোড করছেন ইনস্টাগ্রামে ৷ শুধু তাই নয়, মাঝে মধ্যে রোশন আবার সম্পর্ক নিয়ে নানা কথা পোস্টও করছেন ৷ মানে ওই ফরোয়ার্ড হওয়া নানা মেসেজ !
তবে এবারটা রোশন ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করলেন, তাতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল রোশন হয়তো একাকীত্বে ভুগছেন ৷ আর শ্রাবন্তীর সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার পরই এই অবস্থা হয়তো রোশনের ৷
advertisement
advertisement
রোশনের পোস্টে রয়েছে কী?
রোশনের ইনস্টাগ্রামের স্টোরিতে উঁকি মারলে দেখা গিয়েছে, তিনি একটি ছবি আপলোড করেছেন ৷ যেখানে একটি বাচ্চা নিজেকেই জড়িয়ে ধরে আছে ৷ আর সামনে অসংখ্য জুটি নিজেদের প্রেমিক ও প্রেমিকাকে জড়িয়ে ধরে আছে ৷ আর সঙ্গে রোশন লিখলেন, ‘মাই কনডিশন !’
advertisement
এর থেকেই নেটিজেনদের জল্পনায় উঠে এসেছে, রোশন বুঝি শ্রাবন্তীকে দারুণ ভাবে মিস করছেন ৷ আর তাই তো বছরের শেষে শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন ৷ তবে নেটিজেনদের অন্য অংশ গল্পটা পাল্টে দিয়ে বলছেন, হয়তো রোশন শ্রাবন্তীকে ছেড়ে নতুন কাউকেও খুঁজে পেতে চাইছেন ! তবে এই ব্যাপারটা আপাতত, গসিপেই রয়েছে৷ আসল সত্যটা বলতে পারবেন রোশনই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোশন কি শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন? ইঙ্গিত দিলেন ইনস্টাগ্রামে !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement