রোশনকে ইঙ্গিত করে এবার কু-কথা বললেন শ্রাবন্তীর ছেলে? পোস্ট ঘিরে নতুন জল্পনা !

Last Updated:

রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর রটে যাওয়ার পর থেকে, শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়াতে যাই করুন না কেন? লোকে সেটাকে নিয়ে, কাসুন্দি বানিয়ে ঝাঁঝ বাড়িয়েই যাবে !

#কলকাতা: রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর রটে যাওয়ার পর থেকে, শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়াতে যাই করুন না কেন? লোকে সেটাকে নিয়ে, কাসুন্দি বানিয়ে ঝাঁঝ বাড়িয়েই যাবে ! তবে শ্রাবন্তীর এসব ব্যাপার একেবারে কানেও তোলেন না ৷ কারণ, অযথা ঝামেলা একেবারেই পছন্দ নয়, মিষ্টি এই নায়িকার ৷ বরং তিনি এ সবকে ‘সেলেব্রিটি হ্যাজার্ড’ বলে ভাবতেই ভালোবাসেন ৷ জনপ্রিয় যখন হয়েছেন, এটুকু তো চলবেই !
শ্রাবন্তী আর রোশনের চুপচাপ সোশ্যাল মিডিয়া যুদ্ধ কিন্তু লেগেই ছিল ৷ কখনও রোশন সম্পর্ক নিয়ে নানা কথা লিখছেন, কখনও আবার শ্রাবন্তী ঘুরিয়ে ফিরিয়ে তাঁর উত্তর দিচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে কেউ দমে যাওয়ার পাত্র নয় ৷ তবে এবার রোশনের ইনস্টাগ্রাম স্টোরিতে অন্য ইঙ্গিত ! যা দেখে নতুন জল্পনায় মত্ত এখন নেটিজেনরা !
advertisement
অন্যদিকে, রোশন আজকাল পুরো নিজেকে নিয়েই ব্যস্ত৷ জিম করছেন, বডি বানাচ্ছেন আর তাঁর ভিডিও, ছবি আপলোড করছেন ইনস্টাগ্রামে ৷ শুধু তাই নয়, মাঝে মধ্যে রোশন আবার সম্পর্ক নিয়ে নানা কথা পোস্টও করছেন ৷ মানে ওই ফরোয়ার্ড হওয়া নানা মেসেজ !
advertisement
তবে শ্রাবন্তী ও রোশনের মাঝে এবার চলে এল শ্রাবন্তীর ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু ৷ সম্প্রতি অভিমন্যুর এক পোস্ট নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা৷ নেটিজেনরা মনে করছেন অভিমন্যু, শ্রাবন্তীর স্বামী রোশনকেই ইঙ্গিত করেই এরকম মন্তব্য করেছেন ৷ যদিও সেভাবে কিছু স্পষ্ট করেননি অভিমন্যু ৷
advertisement
তা কী লিখেছেন পোস্টে ?
অভিমন্যুর পুরো বক্তব্যটাই যাঁরা জিম বা বডি বিল্ডিং করেন তাঁদের জন্য ৷ তিনি স্পষ্টই লিখেছেন, ‘কয়েকজন বডি বিল্ডার রয়েছেন, যাঁরা শরীরই শুধু ফুলেছে, মগজ একেবারে খালি ৷ তাঁরা জানেই না কীভাবে কথা বলতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় ৷ আসলে তাঁরা এভাবেই বড় হয়েছে !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোশনকে ইঙ্গিত করে এবার কু-কথা বললেন শ্রাবন্তীর ছেলে? পোস্ট ঘিরে নতুন জল্পনা !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement