হোম /খবর /বিনোদন /
আবার বিয়ে? সিঁথিতে সিঁদুর দেখেই শ্রাবন্তীকে চরম কটাক্ষ, তোলপাড় নেটদুনিয়া

Srabanti Chatterjee: আবার বিয়ে? সিঁথিতে সিঁদুর দেখেই শ্রাবন্তীকে চরম কটাক্ষ, তোলপাড় নেটদুনিয়া

আবার বিয়ে? সিঁথিতে সিঁদুর দেখেই শ্রাবন্তীকে চরম কটাক্ষ, তোলপাড় নেটদুনিয়া

আবার বিয়ে? সিঁথিতে সিঁদুর দেখেই শ্রাবন্তীকে চরম কটাক্ষ, তোলপাড় নেটদুনিয়া

Srabanti Chatterjee: এবারও নববধূর সাজে ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন শ্রাবন্তী ।বিয়ের সাজে শ্রাবন্তীকে দেখে রেগে আগুন হয়েছেন সাইবারবাসী।

  • Share this:

কলকাতা: টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিনদিন যেন চর্চা বেড়েই চলছে৷ অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবারও নববধূর সাজে ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন শ্রাবন্তী ।প্রতিবারের মতো কনের সাজে শ্রাবন্তীকে দেখেই জোর চর্চা শুরু হয়েছে। বিয়ের সাজে শ্রাবন্তীকে দেখে রেগে আগুন হয়েছেন সাইবারবাসী।

বউ সাজা যেন আর কমছে না অভিনেত্রীর। হামেশাই নতুন কনের সাজে সকলকে চমকে দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন ৷ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। যেখানে দেখা যাচ্ছে,সিঁথিতে চওড়া সিঁদুর,কপালে বড় লাল টিপ, লাল টকটকে বেনারসি শাড়ি,গলায় মোটা চোকার হার, হাতে শাখা-পলা-বালা, একেবারে যেন নতুন কনে। নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ভিডিও ভাইরাল হতেই কটুক্তিতে ভরে গিয়েছে নেটদুনিয়ারা পাতা।

আরও পড়ুন-শুধুমাত্র নেকলেসের দাম ২,০৪,০০,০০,০০০ টাকা! প্রিয়াঙ্কার কীর্তি অবাক করবে আপনাকে

আরও পড়ুন-'নিজের শরীর নিয়ে লজ্জা কীসের'! সাহসী দৃশ্য নিয়ে রাধিকার মন্তব্য শুনলে শিউরে উঠবেন

টলিপাড়ার সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার ব্রাইডাল ফোটোশ্যুটে নতুন কনের সাজে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। শ্রাবন্তীর ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশন দেখে চোখ কপালে উঠবে যে কারোরই। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন- আবার বিয়ে। অন্য একজন লিখেছেন- আর কটা বিয়ে করবে। এই ধরনের নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে।

Published by:Riya Das
First published:

Tags: Reel video, Srabanti Chatterjee, Tollywood Actress