Singer Death: ৩০-এই সব শেষ! রহস্যমৃত্যু বিশ্বখ্যাত গায়িকার, বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে করতে হঠাৎ... মর্মান্তিক!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Singer Death: পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বন্ধুদের পার্টিতে ছিলেন। তিনি আরও দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বলে জানা গিয়েছে।
নামিয়াংজু: মাত্র ৩০-এই চলে গেলেন বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ গায়িকা। মর্মান্তিক ঘটনায় গতকাল ১১ এপ্রিল মৃত্যু হয় পার্ক বো রামের। দক্ষিণ কোরিয়া ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। কে-পপ ভক্তদেরা স্তম্ভিত। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। এই বছর সঙ্গীতশিল্পে ১০ বছর পূর্ণ হত তাঁর। পাশাপাশি এই উপলক্ষে নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন পার্ক বো রাম।
আরও পড়ুন: শুরুতেই শেষ! পথদুর্ঘটনায় চলে গেলেন তরুণ নায়ক, জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে কাঁদছে ইন্ডাস্ট্রি
তাঁর সংস্থার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘XANADU এন্টারটেইনমেন্টের তরফে আমরা একটি খারাপ খবর দিতে চলেছি। পার্ক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে হঠাৎ মারা যান। XANADU এন্টারটেইনমেন্টের সমস্ত শিল্পী এবং নির্বাহীরা গভীর শোকে রয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আলোচনা করে শেষকৃত্য করা হবে। আমরা মৃত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা জানাই যাতে তিনি শান্তিতে বিশ্রাম নিতে পারেন।’
advertisement
advertisement
নামিয়াংজু থানার অফিসাররা দাবি করেছেন, পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বন্ধুদের পার্টিতে ছিলেন। তিনি আরও দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুসারে, গায়িকা রাত ৯:৫৫ নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ফিরছেন না দেখে যখন তাঁর বন্ধুরা দেখতে যান, দেখা যায় অচেতন অবস্থায় সিঙ্কের কাছে পড়ে আছেন। অ্যাম্বুল্যান্স ডেকে তাঁর বন্ধুরা সিপিআর দিচ্ছিলেন। বো রামকে হানিয়াং ইউনিভার্সিটি গুরি হাসপাতালে নিয়ে যান যেখানে রাত ১১:১৭-এ তাঁকে মৃত ঘোষণা করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2024 11:44 AM IST