Pratap Pothen: প্রয়াত প্রতাপ, আবাসনে মিলল জনপ্রিয় পরিচালকের দেহ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ।
#চেন্নাই: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক প্রতাপ পোথেন। বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। এ ভাবে আচমকা তিনি চলে যাবেন, কেউ ভাবতেও পারেননি। শোকবার্তাও ভরে গিয়েছে নেটদুনিয়া। শিল্পে প্রতাপের অবদানের কথা বারবার মনে পড়ছে সকলের। তা নিয়ে লেখালেখিও শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ। এ দিন সকালেই পুলিশ প্রয়াত পরিচালকের আবাসনে ঘিরে রেখেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দলে দলে তারকারা সেখানে উপস্থিত হয়েছেন।
advertisement
advertisement
মালয়ালী ছবিতে অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রতাপের। তামিল ছবিতেও বড় বড় তারকা এবং পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে প্রতাপকে।
তার পরে তিনি পরিচালনায় হাত দেন। ১৯৮০ সাল থেকে ছবি বানানো শুরু করেন। 'মিন্ডাম ওরু কথাল কথাই' তাঁর পরিচালিত প্রথম ছবি। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছিলেন প্রতাপ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2022 5:11 PM IST