Pratap Pothen: প্রয়াত প্রতাপ, আবাসনে মিলল জনপ্রিয় পরিচালকের দেহ

Last Updated:

শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ।

#চেন্নাই: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক প্রতাপ পোথেন। বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। এ ভাবে আচমকা তিনি চলে যাবেন, কেউ ভাবতেও পারেননি। শোকবার্তাও ভরে গিয়েছে নেটদুনিয়া। শিল্পে প্রতাপের অবদানের কথা বারবার মনে পড়ছে সকলের। তা নিয়ে লেখালেখিও শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ। এ দিন সকালেই পুলিশ প্রয়াত পরিচালকের আবাসনে ঘিরে রেখেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দলে দলে তারকারা সেখানে উপস্থিত হয়েছেন।
advertisement
advertisement
মালয়ালী ছবিতে অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রতাপের। তামিল ছবিতেও বড় বড় তারকা এবং পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে প্রতাপকে।
তার পরে তিনি পরিচালনায় হাত দেন। ১৯৮০ সাল থেকে ছবি বানানো শুরু করেন। 'মিন্ডাম ওরু কথাল কথাই' তাঁর পরিচালিত প্রথম ছবি। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছিলেন প্রতাপ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pratap Pothen: প্রয়াত প্রতাপ, আবাসনে মিলল জনপ্রিয় পরিচালকের দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement