ফের বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা? অসুস্থতা কাটিয়ে সেটে ফিরতে চাউর নয়া গুঞ্জন

Last Updated:

রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য বেশকিছুদিন কাজ থেকে দূরে ছিলেন সামান্থা রুথ প্রভু৷ তবে লড়াকু অভিনেত্রী আবার ফিরেছেন কাজে৷

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা? অসুস্থতা কাটিয়ে সেটে ফিরতে চাউর নয়া গুঞ্জন
ফের বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা? অসুস্থতা কাটিয়ে সেটে ফিরতে চাউর নয়া গুঞ্জন
একের পর এক ছবি সিরিজে অসাধারণ অভিনয়। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে বলিউডে পদার্পন। তার মাঝেই নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ। মায়োসাইটিসে আক্রান্ত হওয়া। দক্ষিণী অভিনেত্রী সামান্থার জীবনে ওঠাপড়ার অন্ত নেই৷ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য বেশকিছুদিন কাজ থেকে দূরে ছিলেন সামান্থা রুথ প্রভু৷ তবে লড়াকু অভিনেত্রী আবার ফিরেছেন কাজে৷
এই মূহুর্তে রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেলে’ অভিনয় করছেন তিনি৷ এই ছবিতে সামান্থার পাশাপাশি দেখা যাবে বরুন ধাওয়ানকে৷ অন্য দিকে বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সামান্থা৷ তাঁর বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় এই ছবিকে কেন্দ্র করেই৷
advertisement
advertisement
আসলে বিজয়ের সঙ্গে এই ছবিতে এক বিবাহিত মহিলার চরিত্রে দেখা যাবে সামান্থাকে৷ ছবির গল্প নিয়ে বিশেষ কিছু জানা যায়নি৷ তবে গল্পটি প্রেমের এবং ছবির একটি বড় অংশের শ্যুট হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে৷ সিয়াসত ডেইলির খবর অনুযায়ী, ছবির দ্বিতীয়ার্ধে বিবাহিত হিসেবে দেখা যাবে সামান্থাকে৷ সামান্থার চরিত্রটি ঠিক কেমন? সেই নিয়ে জানতে ভক্তরা যতই আগ্রহী হন না কেন, নির্মাতারা এখনও কিছুই প্রকাশ্যে আনেননি৷
advertisement
এই সপ্তাহের শুরুতেই সামান্থাকে স্বাগত জানিয়েছিল টিম ‘কুশি’৷ নারী দিবসে বিজয়, সামান্থা-সহ টিমের অন্যান্যদের সঙ্গে ছবি দিয়ে শ্যুট শুরু হওয়ার খবর জানান পরিচালক শিব নির্ভানা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা? অসুস্থতা কাটিয়ে সেটে ফিরতে চাউর নয়া গুঞ্জন
Next Article
advertisement
West Bengal Weather Update: পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ, বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে
  • পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী তাপমাত্রার পারদ

  • বঙ্গ জুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement