Actress Death: বিরাট দুঃসংবাদ! চরম অর্থকষ্ট-রোগ জর্জরিত জীবন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় নায়িকা

Last Updated:

Actress Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন দক্ষিণী অভিনেত্রী এবং কোরিওগ্রাফার বিন্দু ঘোষ৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৬ বছর।

News18
News18
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন দক্ষিণী অভিনেত্রী এবং কোরিওগ্রাফার বিন্দু ঘোষ৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৬ বছর। সোমবার অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। যেখানে তার পরিবার এবং আত্মীয়স্বজনরা উপস্থিত থাকবেন।
অভিনেত্রী বিন্দু ঘোষ তার হাস্যরসাত্মক চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন। বিন্দু ঘোষ বহু বছর ধরে অসুস্থ ছিলেন। একাধিক স্বাস্থ্যের সমস্যার কারণে তিনি অভিনয় থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিন্দু ঘোষের সন্তানরা অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি তামিল তারকারাও অভিনেত্রীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।
advertisement
advertisement
জানা গেছে, বিন্দু ঘোষ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায়ও ভুগছিলেন। চিকিৎসার পাশাপাশি, খাবারের খরচ নিয়েও খুব চিন্তিত ছিলেন তিনি। কিছুদিন আগে তাঁর হার্ট সার্জারিও হয়েছিল। বিন্দু ঘোষকে ইন্ডাস্ট্রি অনেকটাই সাহায্য করেছিল৷
advertisement
এক সাক্ষাৎকারে বিন্দু ঘোষ বলেছিলেন, যে বড় ছেলে তার যত্ন নিতেন না এবং সে তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং ছোট ছেলে তাকে দেখাশোনা করত। কিন্তু ছোট ছেলের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। অনেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আর্থিক সঙ্কটের কারণে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অভিনেতা বালাও তাকে সাহায্য করেছিলেন এবং ৮০ হাজার টাকা দিয়েছিলেন। এছাড়াও অভিনেতা রিচার্ড এবং রামালিঙ্গমও সাহায্যের আশ্বাস দিয়েছলেন অভিনেত্রীকে। কেরিয়ারের কথা বলতে গেলে , তিনি অনেক ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। তিনি গৌণ্ডমণি, সেন্থিল, রজনীকান্ত, প্রভু এবং কমল হাসানের সঙ্গে কাজ করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল তেলেগু ছবি চিত্রম ভালারে বিচিত্রম (১৯৯২)-তে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Death: বিরাট দুঃসংবাদ! চরম অর্থকষ্ট-রোগ জর্জরিত জীবন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় নায়িকা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement