Sonu Sood : 'ভারত সরকার সাহায্য করেনি, সোনু স্যর করলেন', বড় 'ফাঁদ' থেকে বাঁচলেন এই ভারতীয় যুবক
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Sonu Sood : আরও এক আটকে পড়া ব্যক্তিকে ভারতে ফেরালেন সোনু। আবারও মুগ্ধ করলেন নেটিজেনকে।
#মুম্বই: মসিহা তকমা বহু দিন আগেই পেয়েছেন অভিনেতা সোনু সুদ। আর সেই ধারাই বার বার বজায় রাখছেন তিনি। করোনা মহামারীর সময়ে ভিন রাজ্যে আটকে পড় বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন সোনু সুদ। বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদেরও দেশে ফিরিয়ে এনেছিলেন তিনি। এবার আরও এক আটকে পড়া ব্যক্তিকে ভারতে ফেরালেন সোনু। আবারও মুগ্ধ করলেন নেটিজেনকে।
মানুষ সমস্যা পড়লেই এখন সবার আগে সোনু সুদকে ট্যুইট করছেন সমাধানের জন্য। সাহিল খান নামে সেই ব্যক্তি ট্যুইট করেন, "আমি থাইল্যান্ডে আটকে আছি। এখান থেকে বেরনোর কোনও উপায় নেই। সোনু স্যর আপনাকে সাহায্যের অনুরোধ করছি।" এই ট্যুইটও নজরে পড়ে সোনুর। সঙ্গে সঙ্গে উত্তর দেন, "তোমায় টিকিট পাঠাচ্ছি। পরিবারের সঙ্গে দেখা করার সময় হয়ে এলো।"
advertisement
সাহিল খান সোনুর কেটে দেওয়া টিকিটের মাধ্যমেই দেশে ফেরেন এবং ফের একটি ট্যুইট করে সোনুকে কৃতজ্ঞতা জানান। একটি ভিডিও পোস্ট করেন সাহিল। সেই ভিডিওতে সাহিল বলেন, "হেলো সোনু স্যর সাহায্য করার জন্য। আপনার জন্য ভারতে ফিরতে পারলাম। আমি ভারত সরকার সহ আরও অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম। কিন্তু কেউ আমায় সাহায্য করার চেষ্টা করেনি। আমি জানতাম আপনি করবেন। আপনার জন্য ফিরতে পারলাম। এখন পরিবারের সঙ্গে দেখা করব। আমি খুব খুশি।"
advertisement
advertisement
Sending you the tickets. Time to meet your family. 🇮🇳 https://t.co/vFHzoVp7mW
— sonu sood (@SonuSood) June 13, 2022
থাইল্যান্ডে চাকরির খোঁজে গিয়েছিলেন সাহিল। কিন্তু সেখানে গিয়ে তাঁর অভিজ্ঞতা ভাল হয়নি। তাঁর কথায়, "ওরা স্ক্যাম করছে চাকরির নামে। খুব খাটানোর উদ্দেশ্য। আমার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। খুব খারাপ ইন্টারনেট কানেক্টিভিটি। কারও অনুমতি ছাড়া ওই অফিসের বাইরেও যাওয়া যাবে না। সোনু সুদের জন্য এই ফাঁদ থেকে ফিরে আসতে পারলাম।"
advertisement
কয়েক সপ্তাহ আগেই বিহারের এক শিশুকে অস্ত্রোপচারে সাহায্য করেন সোনু। চার হাত ও পা নিয়ে জন্মেছিল আড়াই বছরের চৌমুখী। অস্ত্রোপচারের ক্ষমতা নেই। সেই বাচ্চাটিরও অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছেন এই সোনু সুদই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 7:04 PM IST