হাতে কাজের অভাব? কত টাকায় বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সোনম!
- Published by:Sanchari Kar
Last Updated:
আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে লন্ডনে কাটান সোনম। কাজ বা পারিবারিক কোনও কারণ ছাড়া খুব একটা মুম্বই আসা হয় না তাঁর।
#মুম্বই: মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিলেন সোনম কাপুর। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্টটি ৩২.৫ কোটিতে বিক্রি হল।
আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে লন্ডনে কাটান সোনম। কাজ বা পারিবারিক কোনও কারণ ছাড়া খুব একটা মুম্বই আসা হয় না তাঁর। জানা গিয়েছে, সিগনেচার আইল্যান্ডের তৃতীয় তলায় ২০১৫ সালে ওই অ্যাপার্টমেন্টটি দিয়ে কিনেছিলেন অভিনেত্রী। মাল্টিস্পেশ্যালিটি হল-সহ সব ধরনের সুযোগ- সুবিধা রয়েছে সেখানে। ওই অ্যাপার্টমেন্টটি থেকে সমুদ্র দেখা যায় সরাসরি।
advertisement
advertisement
সোনম একা নন। অক্ষয় কুমার, সলমন খান এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও প্রয়োজন মতো সম্পত্তি কিনে তা বিক্রি করেন।
advertisement
গত অগস্টে পুত্রসন্তানের জন্ম দেন সোনম। ছেলের নাম রেখেছেন বায়ূ। ছেলে এবং স্বামীকে নিয়ে বেশির ভাগ সময়ে লন্ডনেই থাকছেন অভিনেত্রী। ২০১৯ সালে 'দ্য জোয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আপাতত ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 6:51 PM IST