রিয়া-অর্জুনের সঙ্গে একরত্তিকে দেখতে সোনম, দেখুন চিনতে পারলেন কি না অধুনা তারকাকে

Last Updated:

ছবিটি ২১ বছর আগে তোলা। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সোনম, রিয়া এবং তাঁদের তুতো ভাই অর্জুন কাপুর। তাঁদের পাশে একটি ছোট্ট বেডে শোওয়ানো এক সদ্যোজাতকে। পাশে বসে এক মহিলা।

#মুম্বই: গত ২৮ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। তার পর থেকেই কাপুর পরিবারে খুশির হাওয়া। গতকাল, শুক্রবার ছেলেকে নিয়ে মহা আয়োজনে গৃহপ্রবেশ করেছেন তারকা দম্পতি।
তার আগে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একরত্তির মাসি, রিয়া কাপুর এবং দিদা সুনীতা কাপুর সোনম-পুত্রকে হাসপাতালে দেখতে গিয়েছেন। আবেগের চোটে চোখে জল এসে গিয়েছে রিয়ার। ছবিটি তুলেছিলেন আনন্দ নিজেই।
advertisement
প্রায় একই রকম একটি ছবি প্রকাশ্যে এসেছে তারও পরে। ছবিটি ২১ বছর আগে তোলা। একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সোনম, রিয়া এবং তাঁদের তুতো ভাই অর্জুন কাপুর। তাঁদের পাশে একটি ছোট্ট বেডে শোওয়ানো এক সদ্যোজাতকে। পাশে বসে এক মহিলা। একরত্তির জন্মের পর তিন ভাই-বোনে মহা আনন্দে তাকে দেখতে গিয়েছিলেন।
advertisement
advertisement
কিন্তু বিছানায় সদ্যোজাতকে চিনতে পারছেন কি? খানিক কঠিন তো বটেই। এই ছবির সদ্যোজাত সদ্যই বলিউডে পা রেখেছেন। তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে। করণ জোহরের 'বেধড়ক'। তিনি শানায়া কাপুর। অনিল কাপুর এবং বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুরের মেয়ে। সোনম, রিয়া, অর্জুনের খুড়তুতো বোন। তাঁর জন্মের পর তাঁকে দেখতেই গিয়েছিলেন অধুনা তারকারা।
advertisement
আজ সেই সোনম নিজেই এক মা। শুক্রবার সন্তান কোলে হাসপাতাল বাড়ি ফিরেছেন সোনম। গৃহপ্রবেশের আগে মহা আরতি করা হয়েছে। পাপারাৎজিদের দৌলতে তার কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। দাদু আর বাবা মিলে মিষ্টির প্যাকেট বিতরণ করেন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মী এবং চিত্রগ্রাহকদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিয়া-অর্জুনের সঙ্গে একরত্তিকে দেখতে সোনম, দেখুন চিনতে পারলেন কি না অধুনা তারকাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement