হোম /খবর /বিনোদন /
'এখনও আগের মতো হয়ে উঠতে পারিনি', ছেলেকে স্তন্যপান করানো নিয়ে কী বললেন সোনম

Sonam Kapoor: 'এখনও আগের মতো হয়ে উঠতে পারিনি', ছেলেকে স্তন্যপান করানো নিয়ে কী বললেন সোনম

Sonam Kapoor: মা হওয়ার পর স্বাভাবিক ভাবেই পরিবর্তন এসেছে সোনমের চেহারায়। বেড়েছে ওজন। তবে তা নিয়ে আপাতত ভাবিত নন অভিনেত্রী। একরত্তিকে ছেলের যত্নের দিকেই নজর তাঁর।

  • Share this:

মুম্বই: বলিউডের 'ফ্যাশনিস্তা' তিনি। তাঁর কাজের থেকেও সাজপোশাক নিয়ে চর্চা বেশি। ছিপছিপে মেদহীন গড়ন নিয়ে পর্দায় বারবারই তাক লাগিয়েছেন সোনম কাপুর। কিন্তু মা হওয়ার পর স্বাভাবিক ভাবেই পরিবর্তন এসেছে তাঁর চেহারায়। বেড়েছে ওজন। তবে তা নিয়ে আপাতত ভাবিত নন অভিনেত্রী। একরত্তিকে ছেলের যত্নের দিকেই নজর তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন সোনম। তাঁর কথায়, "অন্তঃসত্ত্বা থাকাকালীন দেহের আকারে পরিবর্তন আসে। সন্তান পৃথিবীতে আসার পরেও দেহ সেই একই অবস্থায় থেকে যায়।" কিন্তু নিজের সেই দৈহিক পরিবর্তন নিয়ে ভাবিত নন সোনম। চেহারায় বয়সের ছাপ পড়লেও, তা নিয়ে কোনও নিরাপত্তাহীনতায় ভোগেন না অনিল-কন্যা।

আরও পড়ুন-ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন

আরও পড়ুন-তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন

সোনম বললেন, "এখনও আগের মতো হয়ে উঠতে পারিনি। চেহারা যেমন ছিল, সে রকম এখনও হয়নি। কিন্তু আমি এখনও সন্তানকে স্তন্যপান করাচ্ছি। আশা করছি আরও এক বছর সেটা করব। এই সময়ে দেহের খাদ্য, বিশ্রাম এবং শক্তির প্রয়োজন পড়ে। আমি পাগলের মতো কোনও ডায়েট করছি না। আমি শরীরচর্চা করছি। অন্তঃসত্ত্বা থাকাকালীনও করেছি।"

 

সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

Published by:Sanchari Kar
First published:

Tags: Bollywood, Sonam Kapoor