Sonam Kapoor House Theft: সোনম কাপুরের ঘর থেকে ২.৪ কোটি টাকার নগদ-গয়না চুরির নেপথ্যে কে? অবশেষে গ্রেফতার পুলিশের হাতে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Sonam Kapoor: সোনমের শ্বশুরবাড়িতে ২০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন বলে জানিয়েছে পুলিশ
নয়াদিল্লি: অভিনেত্রী সোনম কাপুরের দিল্লির বাসভবন থেকে প্রায় আড়াই কোটি টাকার নগদ ও গয়না চুরির ঘটনায় গ্রেফতার ওই বাড়িরই কর্মরত একজন নার্স! ফেব্রুয়ারিতে ২.৪ কোটি টাকার নগদ ও গয়না চুরির অভিযোগে তাঁর স্বামীর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে ওই নার্সকে, বুধবার জানিয়েছে পুলিশ। অপর্ণা রুথ উইলসন অমৃতা শেরগিল মার্গের বাড়িতে অভিনেত্রীর শাশুড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। অপর্ণা রুথ উইলসনের স্বামী নরেশ কুমার সাগর সাকরপুরের একটি প্রাইভেট ফার্মে একজন হিসাবরক্ষক।
১১ ফেব্রুয়ারি চুরির এই ঘটনা ঘটে এবং ২৩ ফেব্রুয়ারি তুঘলক রোড থানায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার মূল অভিযোগকারী ছিলেন সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়ির ম্যানেজার। সোনমের শ্বশুরবাড়িতে ২০ জনেরও বেশি কর্মচারী কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
“দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং নতুন দিল্লির স্পেশাল স্টাফ ব্রাঞ্চের একটি দল মঙ্গলবার রাতে সরিতা বিহারে অভিযান চালায়। সেখানেই অপর্ণা রুথ উইলসন এবং তাঁর স্বামীর দেখা মেলে, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে,” জানান পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক। তবে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা এখনও উদ্ধার করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ।
advertisement
পুলিশ আরও জানিয়েছে, বিশদে তদন্ত চলছে এবং অমৃতা শেরগিল মার্গের বাড়িতে কর্মরত অধিকাংশজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশেষ তদন্তের জন্য তুঘলক রোড থানা মামলাটি নয়াদিল্লির স্পেশ্যাল স্টাফ ব্রাঞ্চে স্থানান্তর করেছে। ক্রাইম ব্রাঞ্চও বিষয়টি তদন্ত করছে।
মার্চ মাসে, ফরিদাবাদ পুলিশ অত্যন্ত দক্ষ সাইবার অপরাধীদের একটি দলকে ধরে ফেলে যারা সোনম কাপুরের শ্বশুরের রপ্তানি আমদানির সংস্থাকে ২৭ কোটি টাকা প্রতারণা করেছিল।
advertisement
পুলিশ তখন জানিয়েছিল, দক্ষ ওই স্ক্যামাররা ভুয়ো ডিজিটাল স্বাক্ষর শংসাপত্রের ভিত্তিতে শাহি এক্সপোর্ট ফ্যাক্টরির জন্য রাজ্য এবং কেন্দ্রীয় কর এবং লেভিস লাইসেন্সের অপব্যবহার করে হরিশ আহুজার সংস্থাকে প্রতারণা করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2022 4:12 PM IST