পুত্রসন্তানের নাম প্রকাশ সোনম-আনন্দের, একরত্তির প্রথম ছবি প্রকাশ্যে

Last Updated:

ছেলের প্রথম ছবি এবং নাম প্রকাশ। হলুদ রঙের সালোয়ার কামিজ পরে সোনম, হলুদ পাঞ্জাবিতে আনন্দ এবং একই রঙের কাপড়ে সাজানো হয়েছে ছেলেকেও।

#মুম্বই: গত ২০ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলি নায়িকা সোনম কাপুর এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল সেই শুভ দিনের। কাপুর পরিবারে বড় আনন্দ। আজ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর তাঁদের সন্তানের এক মাসের জন্মদিন। নীল সাদা রঙের কেক কেটেছেন নব্য মা-বাবা। আর সেই ছবিই দিলেন ইনস্টাগ্রামে।
কিন্তু তার থেকেও বড় চমক, ছেলের প্রথম ছবি এবং নাম প্রকাশ। হলুদ রঙের সালোয়ার কামিজ পরে সোনম, হলুদ পাঞ্জাবিতে আনন্দ এবং একই রঙের কাপড়ে সাজানো হয়েছে ছেলেকেও। একরত্তিকে কোলে নিয়ে স্ত্রীর গালে চুমু খেতে খেতে ছবি তুললেন ব্যবসায়ী।
advertisement
advertisement
পোস্ট করলেন সোনম-আনন্দ দু'জনেই। সঙ্গে সোনম তাঁদের ছেলের নাম ও অর্থ ব্যাখ্যা করলেন ইনস্টাগ্রামে।
advertisement
ছেলের নাম রাখলেন, বায়ু। বায়ু কাপুর আহুজা। সোনম ওই ছবির সঙ্গে লিখলেন, 'আমাদের জীবনে যে শক্তি এক নতুন অর্থ নিয়ে এসেছে, হনুমান এবং ভীমের প্রতি, যা আমাদের সাহস এবং শক্তি জুগিয়েছে, যা কিছু পবিত্র, যা কিছু জীবনদানকারী, অন্তর থেকে আমি আমাদের সন্তান বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ চাই।' শেষে 'বায়ু' নামের অর্থ ব্যাখ্যা করলেন সোনম। হনুমান জনক পবনের নামে সন্তানের নাম 'বায়ু' রেখেছেন তাঁরা, বিস্তারিত সে কথা লিখেছেন পোস্টে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুত্রসন্তানের নাম প্রকাশ সোনম-আনন্দের, একরত্তির প্রথম ছবি প্রকাশ্যে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement