Sonali Bendre: পুরাতনী নব! ২০ বছরের পুরনো পোশাকে ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে সোনালি

Last Updated:

পুরনোতেও নতুন হয়ে ওঠা যায় ৷ দেখিয়ে দিলেন সোনালি বেন্দ্রে (Sonali Bendre)৷ ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে এলেন ২০ বছরের পুরনো পোশাক পরে!

মুম্বই : পুরনোতেও নতুন হয়ে ওঠা যায় ৷ দেখিয়ে দিলেন সোনালি বেন্দ্রে (Sonali Bendre)৷ ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে এলেন ২০ বছরের পুরনো পোশাক পরে!
তাঁর এই পুরাতন-নব সাজ পছন্দ হয়েছে নেটিজেনদের ৷ সোনালি নিজেই জানিয়েছেন ‘সুপার ডান্সার ৪’-এর সেটে তিনি যে জ্যাকেট পরে গিয়েছিলেন, সেটি বয়স অন্তত ২০ বছর ৷ জ্যাকেটের ডিজাইনার রোহিত বল ৷ নিউট্রাল শেডের ট্রাউডার্স ও টি শার্টের সঙ্গে জ্যাকেটটি পরেছিলেন সোনালি ৷ সাজ সম্পূর্ণ করেছিলেন নজরকাড়া নেকপিসে ৷
ওই জ্যাকেট পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সোনালি ৷ ক্যাপশন দিয়েছেন ‘ভিনটেজ’ ৷ লিখেছেন, ‘‘ রোহিত বলের ডিজাইন করা এই অসাধারণ জ্যাকেট আমি পরেছিলাম অন্তত দু দশক আগে ৷ আমি খুশি যে এটা আবার এটা পরতে পারছি ৷’’
advertisement
advertisement
তিনি যে ২০ বছর আগে পোশাকটি পরেছিলেন, তার ছবিও দিয়েছেন সোনালি ৷ পুরনো সেই ছবিতে দেখা ছবিতে দেখা যাচ্ছে তাঁর পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং ডিজাইনার রোহিত বল এবং শাহরুখ খান ৷ একই জ্যাকেটে সোনালির নতুন ও পুরনো দুই লুকই পছন্দ হয়েছে নীলম ও টুইঙ্কল খন্নার ৷
‘হম সাথ সাথ হ্যায়’, ‘সরফরোশ’, ‘দিলজ্বলে’-এর নায়িকা সোনালিকে এর আগে ‘ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ’ রিয়্যালিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে ৷ ক্যানসারজয়ী অভিনেত্রী এখন ধরা দিয়েছেন বহু ভূমিকায় ৷ আদ্যন্ত বইপ্রেমী সোনালি এখন একটি ভার্চুয়াল বুক ক্লাব চালান ৷
advertisement
সামাজিক মাধ্যমে নেটিজেনদের সোনালি অনুরোধ করেছেন শনি ও রবিবার ‘সুপার ডান্স ৪’-এর শো দেখার জন্য ৷ এই রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে বসার কথা ছিল শিল্পা শেঠীর ৷ কিন্তু রাজ কুন্দ্রা সম্প্রতি পর্ন মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর স্ত্রী শিল্পাকে এই ভূমিকায় আর দেখা যায়নি ৷ এর পরই সুযোগ পান সোনালি ৷ নতুন শো-এ নতুন ভূমিকায় তাঁকে দেখতে উদগ্রীব সোনালির ভক্তরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonali Bendre: পুরাতনী নব! ২০ বছরের পুরনো পোশাকে ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিঙে সোনালি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement