Sonakshi Sinha: 'পেহলে তেরে মাম্মি পাপা...' বিবাহবিচ্ছেদের মন্তব্যে ট্রোলারকে ঠোঁটকাটা জবাব সোনাক্ষীর

Last Updated:

Sonakshi Sinha: 'পেহলে তেরে মাম্মি পাপা...'' বিবাহবিচ্ছেদের মন্তব্যে ট্রোলারকে ঠোঁটকাটা জবাব সোনাক্ষীর, অভিনেত্রীর মন্তব্য ভাইরাল নেট দুনিয়ায়

Sonakshi Sinha SLAMS Troll Claiming Her Divorce From Zaheer Iqbal Isn't Far
Image Courtesy: News18
Sonakshi Sinha SLAMS Troll Claiming Her Divorce From Zaheer Iqbal Isn't Far Image Courtesy: News18
মুম্বই: ভিনধর্মে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর প্রেমের পর জাহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুন্দরী। বিয়ের পর থেকেই তিনি নানা কটাক্ষের শিকার হয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করার সময় তিনি ‘কমেন্ট’ সেকশনও বন্ধ করে রাখেন। কিন্তু ট্রোলার-রা তাঁর পিছু ছাড়ে না! যদিও তাঁদেরও ছেড়ে কথা বলার পাত্রী নন শত্রুঘ্ন কন্যা!
সম্প্রতি সমাজমাধ্যমে সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের একটি ছবিতে এক নেটিজেন মন্তব্য করেন, ”শীঘ্রই আপনাদের ডিভোর্স হতে চলেছে”, এর উত্তরে চুপ থাকেন না অভিনেত্রী! পালটা তিনি লেখেন, ” প্রথমে তোর বাবা-মা বিবাহবিচ্ছেদ করুক। তার পর আমরা করব। প্রমিস।” সোনাক্ষীর এহেন ঠোঁটকাটা জবাব নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
বলিউড সূত্রে খবর, প্রথম দিকে সোনাক্ষী-জাহিরের বিয়েতে রাজি ছিলেন না খোদ শত্রুঘ্ন সিনহাও। বেঁকে বসেছিল তাঁর পরিবারও। বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের এই বিয়েতে একেবারেই নাকি মত ছিল না। সোনাক্ষীর বিয়েতে কুশ উপস্থিত থাকলেও আসেননি লব। ডিসেম্বর মাসে জাহিরের জন্মদিনে শত্রুঘ্ন সিনহা নিজে এলাহি আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানেও ছিলেন না লব-কুশ। শোনা গিয়েছিল, ভিনধর্মে বিয়ে করার জন্যই সোনাক্ষীর উপর অসন্তুষ্ট তাঁরা। যদিও লব-কুশের এহেন আচরণে শত্রুঘ্ন সিনহা ছেলেদের পক্ষ নিয়ে বলেন, ” আজ আমার বয়স যদি কম হত, তবে আমিও ওদের মতো আচরণ করতাম। কিন্তু আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আমার আচরণ আজ অন্য রকম।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha: 'পেহলে তেরে মাম্মি পাপা...' বিবাহবিচ্ছেদের মন্তব্যে ট্রোলারকে ঠোঁটকাটা জবাব সোনাক্ষীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement