Shobhita Dhulipala: নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পরেই ভাইরাল সামান্থাকে নিয়ে শোভিতার পুরনো মন্তব্য

Last Updated:

Naga Chaitanya and Shobhita Dhulipala: অবশেষে বাগদান সারলেন নাগা চৈতন্য এবং শোভিতা। এর মধ্যেই সামান্থার প্রশংসায় পঞ্চমুখ শোভিতার একটি পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

কী বলেছিলেন শোভিতা?
কী বলেছিলেন শোভিতা?
মুম্বই: শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন নাগা চৈতন্য। প্রায় দুই বছরের প্রেম। এই সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও চলছিল বিস্তর। অবশেষে বৃহস্পতিবার তাঁদের ছবি শেয়ার করে বাগদানের খবরে সীলমোহর দেন নাগার্জুন।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয়েছিল নাগা চৈতন্যর। কিন্তু সম্পর্ক টেকেনি। বছরদুয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তারপর থেকেই শোভিতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায় সিনেপাড়ায়। অবশেষে বাগদান সারলেন তাঁরা। এর মধ্যেই সামান্থার প্রশংসায় পঞ্চমুখ শোভিতার একটি পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে শোভিতাকে বলতে শোনা যাচ্ছে, “দুর্দান্ত কেরিয়ার সামান্থার। ওঁর ছবিগুলোর দিকে তাকান, যেভাবে একটা প্রোজেক্টকে তুলে ধরে, এককথায় অসাধারণ।’’ ওই সাক্ষাৎকারে নাগা চৈতন্য সম্পর্কেও জিজ্ঞেস করা হয় তাঁকে। শোভিতা বলেন, “আমার মনে হয়, ওর মেজাজ…ঠান্ডা মাথার, শান্ত প্রকৃতির মানুষ। এবং ব্যক্তিত্বসম্পন্ন। আমি সত্যিই ওর প্রশংসা করি।’’
advertisement
advertisement
গত বছরের মে মাসে নাগা এবং শোভিতাকে একসঙ্গে হায়দরাবাদে দেখা যায়। হায়দরাবাদ নাগার জন্মভূমি। সেখানেই সিনেমার প্রচারে গিয়েছিলেন শোভিতা। দু’জনের ছবি সামনে আসার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছিল, ছবির প্রচারে গিয়ে নাগা এবং তাঁর বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছেন শোভিতা।
advertisement
২০১৭ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নাগা চৈতন্য। এর আগে দু’জনে কিছু দিন ডেটও করেন। যাই হোক, বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদের কথা জানান তাঁরা। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কেউই।
advertisement
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সাক্ষাৎকারে নাগার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন সামান্থা। যদিও প্রাক্তন স্বামীর নাম মুখে আনেননি তিনি। শুধু বলেছেন, “মায়োসিটিসে আক্রান্ত হওয়ার আগের বছর খুব সমস্যার মধ্যে কেটেছে। মনে আছে, বন্ধু কাম ম্যানেজার হিমাঙ্কের সঙ্গে মুম্বই থেকে ফিরছিলাম, গত বছরের জুন নাগাদ, ওঁকে বলেছিলাম, মন শান্ত হয়ে গিয়েছে। অনেকদিন পর স্বস্তি পেয়েছিলাম। অনুভব করছিলাম, আমি এখন শ্বাস নিতে পারি, ঘুমোতে পারি, জাগতে পারি, কাজে ফোকাস করতে পারি, নিজের সেরাটা দিতে পারি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shobhita Dhulipala: নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পরেই ভাইরাল সামান্থাকে নিয়ে শোভিতার পুরনো মন্তব্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement