Smart Didi Nandini di: ভাতের হোটেলের পর এবার নতুন অবতার ‘স্মার্ট দিদি’ নন্দিনীর! যা করলেন, শুনলে অবাক হতেই হবে

Last Updated:

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘স্মার্ট দিদি’ নন্দিনী। এবার তিনি মাত দিলেন ইউটিউবেও। নিজেই তিনি খুলেছেন ইউটিউব চ্যানেল।

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘স্মার্ট দিদি’ নন্দিনী। ডালহৌসি চত্বরে কয়লা ঘাটের কাছে তাঁর বাবার একটি পাইস হোটেল রয়েছে। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে তিনিও দোকানে থাকেন। রান্না-বান্না থেকে ক্রেতাদের খাবার পরিবেশন সবটাই নিজে হাতে সুন্দর করে সামাল দেন তিনি। তবে তাঁকে নিয়ে হয়েছে নানা বিতর্কেও। কিন্তু সবকিছুর পরেও তাঁর প্রতি তাঁর অনুরাগীদের ভালবাসা অটুট। তাই শুধু ভাতের হোটেল না ইউটিউব জগতেও তিনি করলেন বাজিমাত।
চাকরি ছেড়ে করোনাকালে তিনি বাবার পাশে এসে দাঁড়ান। বাবা-মায়ের পাইস হোটেলের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আর তাঁর এই লড়াইয়ের গল্প একদিন এক ব্লগারের তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। সেখান থেকেই রাতারাতি ভাইরাল হয়ে যান ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নন্দিনী। তাঁর দোকানের সামনে রোজই লেগে থাকে ব্লগারদের ভিড়। স্যোশাল মিডিয়ায় এখনও তাঁর দেখা মেলে রোজ। দেখা যায় কখন তিনি ভাত পরিবেশন করছেন আবার কখন পোলাও-মাংস।
advertisement
advertisement
আবার কখন রান্না করছেন হাসিমুখে। তারই ফাঁকে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে গল্পে মেতে উঠছেন, কখন বলছেন ছোটবেলায় ‘খিচুরি’ মাখা খাওয়ার গল্প। তবে এত কিছু সত্বেও বিতর্ক পিছু ছাড়েনি। তাঁকে শুনতে হয়েছে নানা কটাক্ষ। কিন্তু তাতে থেকে থাকেননি নন্দনী।
advertisement
ছোট্ট একটি পাইস হোটেল চালাতে চালাতে সোজা ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর পাইস হোটেলের রোজ দুপুরে ভিড় থাকে চোখে পড়ার মতো। আর এবার তিনি মাত দিলেন ইউটিউবেও। নিজেই তিনি খুলেছেন ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম দিয়েছেন ‘নন্দিনী দিদি অফিশিয়াল’। ইতিমধ্যেই ১৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাঁর।
advertisement
নিজের হাতে রান্নাতো করতেনই এবার তিনি বানাচ্ছেন মেলার ভ্লগ থেকে বিয়েবাড়ির খাবারের ভিডিও, ট্রাভেলের ভিডিও। ইতিমধ্যেই তাঁর ভিডিও নজর কাড়তে শুরু করেছে তাঁর অনুরাগীদের। কিছুদিন আগে তাঁর বানানো সুন্দরবনের ব্লগ রীতিমতো ভাইরাল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Smart Didi Nandini di: ভাতের হোটেলের পর এবার নতুন অবতার ‘স্মার্ট দিদি’ নন্দিনীর! যা করলেন, শুনলে অবাক হতেই হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement