কলকাতা : অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন এবার সঙ্গীতের শহর কলকাতায় নিয়ে আসছে "সেতার ফেস্টিভ্যাল" । এর আগে সরোদ ফেস্টিভ্যালের আয়োজন করে নজর কেড়েছিল এই সংস্থা। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে তিন দিন ব্যাপী সেতার ফেস্টিভ্যাল। সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরানার বিশিষ্ট গুণীরা। মাইহার হোক বা বিষ্ণুপুর, ইন্দোর হোক বা রামপুর সেনিয়া, কিরানা হোক বা ইটাওয়া-শহরের সঙ্গীত রসিক শ্রোতাদের জন্য এই উদ্যোগ এক অনন্য আয়োজন বলা যায়।
১০ মার্চ সঙ্গীত পরিবেশন করবেন বিদুষী মিতা নাগ, তবলায় ইন্দ্রাণী মল্লিক, পরে থাকবেন পন্ডিত সুরেন্দ্র রাও এবং তবলায় পন্ডিত তন্ময় বোস। ১১ মার্চ পূর্বায়ণ চট্টোপাধ্যায় , তবলায় ঈশান ঘোষ, পরে হরশঙ্কর ভট্টাচার্য এবং তবলায় পরিমল চক্রবর্তী। ১২ মার্চ এই উৎসবের শেষ দিনে সঙ্গীত পরিবেশন করবেন সাহানা বন্দ্যোপাধ্যায়, রফিক খান, উস্তাদ শাহিদ পারভেজ। তবলায় তাঁদের সঙ্গত করবেন যথাক্রমে রূপক ভট্টাচার্য, রামদাস পালসুলে, হিন্দোল মজুমদার।
আরও পড়ুন : কোন কোন মশলাকে একসঙ্গে পাঁচফোড়ন বলে, জেনে নিন তাদের অসংখ্য উপকারিতা
কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টা প্রতিদিন এই উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে নিত্যানন্দ হলদিপুর জানালেন, " সেতারের ছয় ঘরানার সঙ্গীত পরিবেশন মাতাবে বসন্তের তিন সন্ধ্যা। সেতারের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি সঙ্গত করবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা।আশা করি কলকাতা শহর এমন আয়োজনের সাক্ষী থাকবেন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।