Sitar Festival: বসন্তসন্ধ্যায় কলকাতায় সেতার ফেস্টিভ্যাল, অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ

Last Updated:

Sitar Festival: সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরানার বিশিষ্ট গুণীরা

সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরানার বিশিষ্ট গুণীরা
সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরানার বিশিষ্ট গুণীরা
কলকাতা : অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন এবার সঙ্গীতের শহর কলকাতায় নিয়ে আসছে "সেতার ফেস্টিভ্যাল" । এর আগে সরোদ ফেস্টিভ্যালের আয়োজন করে নজর কেড়েছিল এই সংস্থা। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে তিন দিন ব্যাপী সেতার ফেস্টিভ্যাল। সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরানার বিশিষ্ট গুণীরা। মাইহার হোক বা বিষ্ণুপুর, ইন্দোর হোক বা রামপুর সেনিয়া, কিরানা হোক বা ইটাওয়া-শহরের সঙ্গীত রসিক শ্রোতাদের জন্য এই উদ্যোগ  এক অনন্য আয়োজন বলা যায়।
১০ মার্চ সঙ্গীত পরিবেশন করবেন বিদুষী মিতা নাগ, তবলায় ইন্দ্রাণী মল্লিক, পরে থাকবেন পন্ডিত সুরেন্দ্র রাও এবং তবলায় পন্ডিত তন্ময় বোস। ১১ মার্চ পূর্বায়ণ চট্টোপাধ্যায় , তবলায় ঈশান ঘোষ, পরে হরশঙ্কর ভট্টাচার্য এবং তবলায় পরিমল চক্রবর্তী।  ১২ মার্চ এই উৎসবের শেষ দিনে সঙ্গীত পরিবেশন করবেন সাহানা বন্দ্যোপাধ্যায়, রফিক খান, উস্তাদ শাহিদ পারভেজ। তবলায় তাঁদের সঙ্গত করবেন যথাক্রমে রূপক ভট্টাচার্য, রামদাস পালসুলে, হিন্দোল মজুমদার।
advertisement
আরও পড়ুন :  কোন কোন মশলাকে একসঙ্গে পাঁচফোড়ন বলে, জেনে নিন তাদের অসংখ্য উপকারিতা
কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টা প্রতিদিন এই উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে নিত্যানন্দ হলদিপুর জানালেন, " সেতারের ছয় ঘরানার সঙ্গীত পরিবেশন মাতাবে বসন্তের তিন সন্ধ্যা। সেতারের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি সঙ্গত করবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা।আশা করি কলকাতা শহর এমন আয়োজনের সাক্ষী থাকবেন।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sitar Festival: বসন্তসন্ধ্যায় কলকাতায় সেতার ফেস্টিভ্যাল, অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement