Monali Thakur Mother's Death: সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা... কী হয়েছিল শক্তি-ঘরণীর?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Monali Thakur Mother's Death: বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত্য়াগ করেন।
মুম্বই: শেষ হল সব লড়াই। শুক্রবার দুপুরে প্রয়াত শিল্পী মোনালি ঠাকুরের মা। বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত্য়াগ করেন।
‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ এভাবেই পোস্ট শেয়ার করেছেন কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ।
একদিন আগেই মোনালি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, কেন শেখাওনি? কী করব বুঝতেই পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে? এবার কী করব? মা, আমার শিকড় সব তুমি।’
advertisement
advertisement

বাংলাদেশের একজন ব্লগারের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন। গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি। মোনালি আগেই বুঝতে পেরেছিলেন তাঁর মা হয়তো বেশি দিন নেই।
advertisement
বাবা শক্তি ঠাকুরকে তিনি করোনা কালে হারিয়েছিলেন। তারপর থেকে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ ছিল। কিডনি কাজ করছিল না। শেষে চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 5:56 PM IST