Monali Thakur Mother's Death: সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা... কী হয়েছিল শক্তি-ঘরণীর?

Last Updated:

Monali Thakur Mother's Death: বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত্য়াগ করেন।

সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা... কী হয়েছিল শক্তি-ঘরণীর?
সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা... কী হয়েছিল শক্তি-ঘরণীর?
মুম্বই: শেষ হল সব লড়াই। শুক্রবার দুপুরে প্রয়াত শিল্পী মোনালি ঠাকুরের মা। বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে এই লড়াই চলছিল। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এদিন দুপুরে শেষ নিশ্বাস ত্য়াগ করেন।
‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ এভাবেই পোস্ট শেয়ার করেছেন কন্যা মেহুলি গোস্বামী ঠাকুর।  ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ।
একদিন আগেই মোনালি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, কেন শেখাওনি? কী করব বুঝতেই পারছি না। তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে? এবার কী করব? মা, আমার শিকড়  সব তুমি।’
advertisement
advertisement
বাংলাদেশের একজন ব্লগারের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায়  ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন। গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি। মোনালি আগেই বুঝতে পেরেছিলেন তাঁর মা হয়তো বেশি দিন নেই।
advertisement
বাবা শক্তি ঠাকুরকে তিনি করোনা কালে হারিয়েছিলেন। তারপর থেকে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ ছিল। কিডনি কাজ করছিল না। শেষে চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Monali Thakur Mother's Death: সব লড়াইয়ের অবসান! প্রয়াত মোনালি ঠাকুরের মা... কী হয়েছিল শক্তি-ঘরণীর?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement