South Dinajpur News: বালুরঘাটে বিরাট কাণ্ড! আচমকা হলটা কী? কাতারে কাতারে ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: এবারের বর্ষবরণ উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মুম্বইয়ের খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও পদ্মশ্রী প্রাপক কৈলাস খের সঙ্গীত পরিবেশন করবেন।
দক্ষিণ দিনাজপুর : নতুন বছরকে স্বাগত জানিয়ে বালুরঘাটে আসতে চলেছেন পদ্মশ্রী প্রাপ্ত খ্যাতনামা শিল্পী কৈলাস খের। বালুরঘাটে বর্ষবরণ উৎসবে মঞ্চ মাতবে মহাসমারোহে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই বর্ষবরণ উৎসবে প্রতিবছরের মত চলতি বছরও পাঁচ জন বিশেষ মানুষকে পুরস্কৃত করা হবে বলে।
নতুন বছরকে স্বাগত জানাতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হচ্ছে এক জাঁকজমকপূর্ণ বর্ষবরণ উৎসব। আগামী ৩১শে ডিসেম্বর বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে অনুষ্ঠিত হবে এই বর্ষবরণ উৎসব। যাকে ঘিরে জেলায় এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন-দিঘায় এবার পা রাখা ভয়ঙ্কর…! পর্যটকদের জন্য যা করল ভারতীয় রেল, জানলে যাওয়ার আগে দু’বার ভাববেন আপনিও
advertisement
advertisement
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সেক্রেটারি পবিত্র মহন্ত জানান, “বর্ষবরণ উৎসবকে ঘিরে বালুরঘাট শহর ইতিমধ্যেই উৎসবের আমেজে মেতে উঠেছে। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার টানানো হচ্ছে। মঞ্চ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সঙ্গে সন্ধ্যা ছ’টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য থাকবে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা।”
advertisement
আরও পড়ুন-অভাগা অভিনেত্রী…! বিয়ে করে ধর্ম পরিবর্তন, টেকেনি সংসার, ডিভোর্সের নরকযন্ত্রণায় অকালে জীবনটাই শেষ বিখ্যাত নায়িকার
জানা গেছে, এবারের বর্ষবরণ উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মুম্বইয়ের খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও পদ্মশ্রী প্রাপক কৈলাস খের সঙ্গীত পরিবেশন করবেন। যা ইতিমধ্যে সমাজমাধ্যমের দ্বারা বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
সুস্মিতা গোস্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 11:17 AM IST