KK Death Anniversary: ‘ইয়াদ আয়েঙ্গে...’, সেই সুর আজও অমলিন, কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ জোজো-ইমন

Last Updated:

কেকে নেই। কিন্তু তাঁর স্মৃতি এখনও অমলিন। ‘‘এই তো সেদিন সারেগামাপা-র মঞ্চে গান নিয়ে কথা বলছিলাম আমরা’’,স্মৃতি হাতড়ালেন জোজো৷ আজও তাঁর বিশ্বাস করতে কষ্ট হয় যে, কেকে আর নেই

‘ইয়াদ আয়েঙ্গে...’, সেই সুর আজও অমলিন, কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ জোজো-ইমন
‘ইয়াদ আয়েঙ্গে...’, সেই সুর আজও অমলিন, কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ জোজো-ইমন
এক বছর পার। গত বছর আজকের দিনেই পৃথিবীর মায়াত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন কেকে। কলকাতার বুকেই শেষ গান গেয়েছিলেন তিনি৷ তাঁর মতো শিল্পীর চলে যাওয়া গভীর ক্ষত সৃষ্টি করেছে গানের জগতে৷ তাঁর আকস্মিক চলে যাওয়া আজও অনেকের কাছে দুঃস্বপ্নের মতো।
কেকে নেই। কিন্তু তাঁর স্মৃতি এখনও অমলিন। ‘‘এই তো সেদিন সারেগামাপা-র মঞ্চে গান নিয়ে কথা বলছিলাম আমরা’’,স্মৃতি হাতড়ালেন জোজো৷ আজও তাঁর বিশ্বাস করতে কষ্ট হয় যে, কেকে আর নেই৷
advertisement
advertisement
কেকের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার আরও এক শিল্পী ইমন চক্রবর্তী৷ ‘‘ আমরা তোমায় ভালবাসি কেকে’’, ফেসবুকে লিখেছেন ইমন৷ মাত্র চারটি শব্দেই আবেগের ঝাঁপি উজাড় করছেন তিনি৷ কর্মসূত্রে কেকে-র সান্নিধ্য পেয়েছেন ইমন। সেই স্মৃতি যেন তাঁর অন্যতম সম্পদ।
কলকাতার নজরুল মঞ্চে গান গাইতেই গাইতেই অসুস্থ হয়ে পড়েন কেকে৷ সেই একই মঞ্চে তিনদিন পর ফের জ্বলে উঠেছিল আলো। অনুষ্ঠান করেছিলেন অনুপম রায়। প্রিয় শিল্পীকে উ‍ৎসর্গ করে গেয়ে উঠেছিলেন, ‘‘হাম রহে ইয়া না রহে কল’’৷ এক বছর পরেও তাঁর গলায় সেই আবেগ স্পষ্ট৷ News 18 বাংলা.com কে কেকের সম্পর্কে বলতে গিয়ে গলা ধরে এল তাঁর৷ বললেন, “এই দিন নিয়ে আমার আর বিশেষ কিছুই বলার নেই।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Death Anniversary: ‘ইয়াদ আয়েঙ্গে...’, সেই সুর আজও অমলিন, কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ জোজো-ইমন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement