KK Death Anniversary: ‘ইয়াদ আয়েঙ্গে...’, সেই সুর আজও অমলিন, কেকে-র মৃত্যুবার্ষিকীতে বিষণ্ণ জোজো-ইমন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কেকে নেই। কিন্তু তাঁর স্মৃতি এখনও অমলিন। ‘‘এই তো সেদিন সারেগামাপা-র মঞ্চে গান নিয়ে কথা বলছিলাম আমরা’’,স্মৃতি হাতড়ালেন জোজো৷ আজও তাঁর বিশ্বাস করতে কষ্ট হয় যে, কেকে আর নেই
এক বছর পার। গত বছর আজকের দিনেই পৃথিবীর মায়াত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন কেকে। কলকাতার বুকেই শেষ গান গেয়েছিলেন তিনি৷ তাঁর মতো শিল্পীর চলে যাওয়া গভীর ক্ষত সৃষ্টি করেছে গানের জগতে৷ তাঁর আকস্মিক চলে যাওয়া আজও অনেকের কাছে দুঃস্বপ্নের মতো।
কেকে নেই। কিন্তু তাঁর স্মৃতি এখনও অমলিন। ‘‘এই তো সেদিন সারেগামাপা-র মঞ্চে গান নিয়ে কথা বলছিলাম আমরা’’,স্মৃতি হাতড়ালেন জোজো৷ আজও তাঁর বিশ্বাস করতে কষ্ট হয় যে, কেকে আর নেই৷
advertisement
advertisement
কেকের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার আরও এক শিল্পী ইমন চক্রবর্তী৷ ‘‘ আমরা তোমায় ভালবাসি কেকে’’, ফেসবুকে লিখেছেন ইমন৷ মাত্র চারটি শব্দেই আবেগের ঝাঁপি উজাড় করছেন তিনি৷ কর্মসূত্রে কেকে-র সান্নিধ্য পেয়েছেন ইমন। সেই স্মৃতি যেন তাঁর অন্যতম সম্পদ।
কলকাতার নজরুল মঞ্চে গান গাইতেই গাইতেই অসুস্থ হয়ে পড়েন কেকে৷ সেই একই মঞ্চে তিনদিন পর ফের জ্বলে উঠেছিল আলো। অনুষ্ঠান করেছিলেন অনুপম রায়। প্রিয় শিল্পীকে উৎসর্গ করে গেয়ে উঠেছিলেন, ‘‘হাম রহে ইয়া না রহে কল’’৷ এক বছর পরেও তাঁর গলায় সেই আবেগ স্পষ্ট৷ News 18 বাংলা.com কে কেকের সম্পর্কে বলতে গিয়ে গলা ধরে এল তাঁর৷ বললেন, “এই দিন নিয়ে আমার আর বিশেষ কিছুই বলার নেই।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 5:20 PM IST