KK's Death Anniversary: ১ম বাংলা গান রেকর্ডের আগে খেতে চান বাঙালি খাবার! কেকে-র পছন্দের তালিকায় ছিল কী কী

Last Updated:
KK Death Anniversary: ঠিক এক বছর কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে। সেই অনুষ্ঠানের পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন সকলের হৃদয়ে অনেকটা জায়গা নিয়ে থাকা শিল্পী।
1/6
তিনি নেই। রয়েছে গিয়েছে তাঁর স্মৃতি। যে স্মৃতি মলিন হয় না সময়ের আঁচেও। ৩১ মে, ২০২২। ঠিক এক বছর কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে।
তিনি নেই। রয়েছে গিয়েছে তাঁর স্মৃতি। যে স্মৃতি মলিন হয় না সময়ের আঁচেও। ৩১ মে, ২০২২। ঠিক এক বছর কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে।
advertisement
2/6
সেই অনুষ্ঠানের পরেই স্তব্ধ হয় তাঁর কণ্ঠ। পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন সকলের হৃদয়ে অনেকটা জায়গা নিয়ে থাকা শিল্পী।
সেই অনুষ্ঠানের পরেই স্তব্ধ হয় তাঁর কণ্ঠ। পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন সকলের হৃদয়ে অনেকটা জায়গা নিয়ে থাকা শিল্পী।
advertisement
3/6
এক বছর পার। কেকে-হীন পৃথিবী আলো করে আছে তাঁর গান। সুদীর্ঘ কেরিয়ারে অজস্র গান  গেয়েছেন তিনি। জীবনের প্রথম বাংলা গানটি গেয়েছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে।
এক বছর পার। কেকে-হীন পৃথিবী আলো করে আছে তাঁর গান। সুদীর্ঘ কেরিয়ারে অজস্র গান গেয়েছেন তিনি। জীবনের প্রথম বাংলা গানটি গেয়েছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে।
advertisement
4/6
সাল ২০১১। শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' ছবিতে গান করেন কেকে। গানের নাম 'আকাশের নীলে'। দক্ষিণ ভারতীয় গায়কের কাছে তখন বাংলা নিছরই অচেনা এক ভাষা। সেই ভাষায় গান করার জন্য নিয়েছিলেন বিস্তর প্রস্তুতি। জিৎ এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের থেকে শিখে নিয়েছিলেন বাংলা উচ্চারণ। চলেছিল অনুশীলন।
সাল ২০১১। শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' ছবিতে গান করেন কেকে। গানের নাম 'আকাশের নীলে'। দক্ষিণ ভারতীয় গায়কের কাছে তখন বাংলা নিছরই অচেনা এক ভাষা। সেই ভাষায় গান করার জন্য নিয়েছিলেন বিস্তর প্রস্তুতি। জিৎ এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের থেকে শিখে নিয়েছিলেন বাংলা উচ্চারণ। চলেছিল অনুশীলন।
advertisement
5/6
জীবনের প্রথম বাংলা গান। কোনও রকম ত্রুটি রাখতে চাননি কেকে। যখন বুঝেছিলেন তাঁর উচ্চারণ নিয়ে আর কোনও সমস্যা নেই, তা নিখুঁত, তখন জিৎকে রেকর্ডিংয়ের প্রস্তাব দেন তিনি।
জীবনের প্রথম বাংলা গান। কোনও রকম ত্রুটি রাখতে চাননি কেকে। যখন বুঝেছিলেন তাঁর উচ্চারণ নিয়ে আর কোনও সমস্যা নেই, তা নিখুঁত, তখন জিৎকে রেকর্ডিংয়ের প্রস্তাব দেন তিনি।
advertisement
6/6
তবে গান রেকর্ডিংয়ের আগে জিতের স্ত্রীর কাছে এক বিশেষ আবদার রেখেছিলেন কেকে। খেতে চেয়েছিলেন চন্দ্রাণীর হাতের সর্ষে মাছ আর ভাত। আর প্রিয় পদ দিয়ে খাওয়াদাওয়া করেই গানটি রেকর্ড করেছিলেন তিনি।
তবে গান রেকর্ডিংয়ের আগে জিতের স্ত্রীর কাছে এক বিশেষ আবদার রেখেছিলেন কেকে। খেতে চেয়েছিলেন চন্দ্রাণীর হাতের সর্ষে মাছ আর ভাত। আর প্রিয় পদ দিয়ে খাওয়াদাওয়া করেই গানটি রেকর্ড করেছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement