KK's Death Anniversary: ১ম বাংলা গান রেকর্ডের আগে খেতে চান বাঙালি খাবার! কেকে-র পছন্দের তালিকায় ছিল কী কী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
KK Death Anniversary: ঠিক এক বছর কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে। সেই অনুষ্ঠানের পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে পাড়ি দিয়েছিলেন সকলের হৃদয়ে অনেকটা জায়গা নিয়ে থাকা শিল্পী।
advertisement
advertisement
advertisement
সাল ২০১১। শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে' ছবিতে গান করেন কেকে। গানের নাম 'আকাশের নীলে'। দক্ষিণ ভারতীয় গায়কের কাছে তখন বাংলা নিছরই অচেনা এক ভাষা। সেই ভাষায় গান করার জন্য নিয়েছিলেন বিস্তর প্রস্তুতি। জিৎ এবং তাঁর স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের থেকে শিখে নিয়েছিলেন বাংলা উচ্চারণ। চলেছিল অনুশীলন।
advertisement
advertisement