Durnibar Saha: মুক্তি পেল দুর্নিবারের কণ্ঠে নতুন গান খোয়াব, কী জানালেন গায়ক?
- Written by:Manash Basak
- Published by:Ankita Tripathi
Last Updated:
মুক্তি পেল দুর্নিবারের কণ্ঠে ‘কৈফিয়ত’ ছবির খোয়াব গানটি৷ বড় ক্যানভাসে ছোট ছবি না ছোট ফরম্যাটে বড় ছবি? পরিচালক অনুরাগ পতির ‘কৈফিয়ত’কে দুভাবেই ব্যাখ্যা করা যায়।
মুক্তি পেল দুর্নিবারের কণ্ঠে ‘কৈফিয়ত’ ছবির খোয়াব গানটি৷ বড় ক্যানভাসে ছোট ছবি না ছোট ফরম্যাটে বড় ছবি? পরিচালক অনুরাগ পতির ‘কৈফিয়ত’কে দুভাবেই ব্যাখ্যা করা যায়। মনিকা গায়েন নিবেদিত এবং প্রসূন গাইন ইনিশিয়েটিভ প্রযোজিত এই কৈফিয়ত ছবিটির পোস্টার লঞ্চ এবং মিউজিক প্রকাশিত হল, স্বদেশীয়ানা ক্যাফেতে।
স্বল্পদৈর্ঘ্যের এই বড় ছবিটি পরিচালনায় রয়েছেন অনুরাগ পতি। এদিন মিউজিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি দুই মুখ্য অভিনেতা পূজারিণী ঘোষ এবং প্রসূন গাইন৷ পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা, মিউজিক টিম ও অরুণ মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, সত্যম মজুমদার, রাজু মজুমদার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ ছবির অন্যান্য অভিনেতারা।
advertisement
এদিন ‘কৈফিয়ত’ ছবিটির ‘খোয়াব’ গানটি মুক্তি পায়। গানটি গেয়েছেন দুর্নিবার সাহা। গীতিকার রিতম সেন এবং সঙ্গীত পরিচালনায় শ্রাবণ ভট্টাচার্য। এদিন মিউজিক প্রকাশ অনুষ্ঠানে গানটি লাইভ গেয়ে শোনান দুর্নিবার ও শ্রাবণ। দুর্নিবারের কথায়, ‘সাম্প্রতিক যে কটা গান আমি গেয়েছি তার মধ্যে খোয়াব আমার সব থেকে পছন্দের গান। শ্রাবণের (ভট্টাচার্য) সুর ও কম্পোজিশন করা, রিতমের (সেন) লেখা। গানের সুরটা আগে তৈরি করা হয়, তারপর কথা লেখা হয়। রিতম অসাধারণ গীতিকার। শ্রাবণ আর রিতমের এই জুটি আমার জন্য ভালভাবে কাজ করেছে। আশা রাখি এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে’।
advertisement
এ ছবির প্রযোজক তথা অভিনেতা প্রসূন গাইন বলেন, কৈফিয়ত একটা সাধারণ গল্প। কমন ক্রাইসিস নিয়ে কমন ম্যান স্টোরি। আমাদের জীবনে চলার পথে অনেক কৈফিয়ত লোকজনকে দিতে হয়। আবার অনেক কৈফিয়ত আমরা দিই না। আমরা স্বাধীন মানুষ হয়েও যে কথাগুলো না বললেও চলে, সেই কৈফিয়তও দিতে হয় আমাদেরকে।
advertisement
দুটো মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত জীবনের মাঝেও সামাজিকভাবে কৈফিয়ত চলে আসে, এ নিয়েই কৈফিয়ত। আগামী শীতে ছবিটি মুক্তি পেতে চলেছে জনপ্রিয় কোনও ওটিটি প্ল্যাটফর্মে অথবা প্রসূন গাইন ইনিশিয়েটিভ ইউটিউব চ্যানেলে’। এই ছবির পরিচালক অনুরাগ পতি বলেন, ‘আমরা খুব ভাল একটা টিম ওয়ার্ক করেছি। এই টিমের সঙ্গে আম আবারও কাজ করতে চাই এবং ভাল কাজ উপহার দিতে চাই’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2023 6:22 PM IST







