Aneek Dhar: ৭ দিনের মাথাতেই ফাঁস! ছেলের নাম কী রাখলেন অনীক? ঘটা করে জানালেন নিজেই

Last Updated:

Aneek Dhar: রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রবিবার ছেলের নাম ঘোষণা করলেন অনীক নিজেই৷

কলকাতা: ৭ দিন আগে অর্থাৎ গত ১০ সেপ্টেম্বর দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গায়ক৷ ছয়দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গায়কের স্ত্রী৷ একরত্তি সন্তানকে নিয়ে বাড়ি ফিরতেই খুশি ধর পরিবারে৷ ছেলের নাম কী রাখলেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রবিবার ছেলের নাম ঘোষণা করলেন অনীক নিজেই৷ নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো বাড়ি, এবং একই রঙের থিম কেক কেটে স্বাগত জানানো হয়েছে একরত্তিকে৷ নীল ও সাদা কেকের মাঝখানে লেখা স্বাগত আদবান৷ একরত্তিকে নিয়ে ঘটা করে সেলিব্রেশন পর্ব চলার পর ছেলে ও মেয়েকে নিয়ে ছবিতেও পোজ দিয়েছেন গায়ক ও তার স্ত্রী দেবলীনা৷ ছেলে ও মেয়ের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
advertisement

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

advertisement
advertisement
২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান৷ ছেলের বাবা হলেন গায়ক৷ হাসপাতাল থেকে সুখবর জানিয়ে অনীক ধর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছিলেন, আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন। এবার ছেলের নাম প্রকাশ্যে এনে ভগবান, পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক৷
advertisement
ধর পরিবারে এল নতুন অতিথি৷ আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি৷ খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek Dhar: ৭ দিনের মাথাতেই ফাঁস! ছেলের নাম কী রাখলেন অনীক? ঘটা করে জানালেন নিজেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement