Aneek Dhar: ৭ দিনের মাথাতেই ফাঁস! ছেলের নাম কী রাখলেন অনীক? ঘটা করে জানালেন নিজেই

Last Updated:

Aneek Dhar: রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রবিবার ছেলের নাম ঘোষণা করলেন অনীক নিজেই৷

কলকাতা: ৭ দিন আগে অর্থাৎ গত ১০ সেপ্টেম্বর দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার সুখবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন গায়ক৷ ছয়দিন পরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন গায়কের স্ত্রী৷ একরত্তি সন্তানকে নিয়ে বাড়ি ফিরতেই খুশি ধর পরিবারে৷ ছেলের নাম কী রাখলেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় রবিবার ছেলের নাম ঘোষণা করলেন অনীক নিজেই৷ নীল ও সাদা বেলুন দিয়ে সাজানো বাড়ি, এবং একই রঙের থিম কেক কেটে স্বাগত জানানো হয়েছে একরত্তিকে৷ নীল ও সাদা কেকের মাঝখানে লেখা স্বাগত আদবান৷ একরত্তিকে নিয়ে ঘটা করে সেলিব্রেশন পর্ব চলার পর ছেলে ও মেয়েকে নিয়ে ছবিতেও পোজ দিয়েছেন গায়ক ও তার স্ত্রী দেবলীনা৷ ছেলে ও মেয়ের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
advertisement

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

advertisement
advertisement
২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান৷ ছেলের বাবা হলেন গায়ক৷ হাসপাতাল থেকে সুখবর জানিয়ে অনীক ধর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছিলেন, আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন। এবার ছেলের নাম প্রকাশ্যে এনে ভগবান, পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক৷
advertisement
ধর পরিবারে এল নতুন অতিথি৷ আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি৷ খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek Dhar: ৭ দিনের মাথাতেই ফাঁস! ছেলের নাম কী রাখলেন অনীক? ঘটা করে জানালেন নিজেই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement