Sikander Teaser: গুন্ডাদের বেদম পেটাচ্ছেন ভাইজান! সিকান্দারের অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে, নজর কাড়লেন সলমন খান, রশ্মীকা মন্দানা, দেখুন ভিডিও

Last Updated:

Sikandar Teaser: অবশেষে প্রকাশ পেল সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'সিকন্দর'-এর টিজার। সুপারস্টারের দাপুটে স্টাইল ও দুর্দান্ত অ্যাকশন নতুন মাত্রা যোগ করেছে।

গুন্ডাদের বেদম পেটাচ্ছেন ভাইজান! সিকান্দারের অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে, নজর কাড়লেন সলমন খান, রশ্মীকা মন্দানা
গুন্ডাদের বেদম পেটাচ্ছেন ভাইজান! সিকান্দারের অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে, নজর কাড়লেন সলমন খান, রশ্মীকা মন্দানা
মুম্বই: সলমন খানের ‘সিকন্দর’ টিজার অবশেষে মুক্তি পেয়েছে, যা তার ফ্যানদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। এটি একটি হাই-অক্টেন অ্যাকশন থ্রিলার, যা সুপারস্টারকে একটি নতুন শক্তিশালী অবতারে উপস্থাপন করেছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত এই টিজারটি শুরু থেকেই দর্শকদের নজর কেড়ে নেয়। সলমন খানের দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, শক্তিশালী সংলাপ এবং তীব্র আবেগপূর্ণ পরিবেশ এই সিনেমার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সালমানের অনবদ্য স্টাইল টিজারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
advertisement
advertisement
সলমনের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে, যেখানে তিনি বলছেন, “ইনসাফ নাহি, সাফ করনে আয়া হু”—এই সংলাপ তার চরিত্রের বৈশিষ্ট্যকে পরিষ্কারভাবে তুলে ধরেছে। আরও একটি সংলাপে তিনি সতর্ক করেন, “কায়দে মে রাহো… ফায়দে মে রাহো। ওয়ারনা শ্মশান মে রাহো।” এই ডায়ালগগুলো সিনেমার থিম ও প্রধান চরিত্রের দৃঢ় মানসিকতা ফুটিয়ে তুলেছে।
advertisement
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছিল, যেখানে সলমনের দাপুটে লুক দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তখনই জানানো হয়েছিল, ২৭ ফেব্রুয়ারি বড় কিছু প্রকাশ হতে চলেছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে টিজার।
advertisement
‘সিকন্দর’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস। এটি সাজিদ নাদিয়াদওয়ালার অন্যতম বৃহৎ প্রকল্প, যা অ্যাকশন ক্যাটেগরিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে। আগের এক ঝলকেই বোঝা গিয়েছিল, সিনেমাটিতে সলমন খান একেবারে অন্যরকম লুকে ধরা দেবেন। মুখোশধারী শত্রুদের বিরুদ্ধে তার তীব্র অ্যাকশন দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি সিনেমার সেট থেকে একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে সলমন খান একটি কালো-হলুদ ট্যাক্সি থেকে নামছেন, আর ভক্তরা উল্লাসে ফেটে পড়ছেন।
advertisement
advertisement
প্রীতমের সুর করা গান এবং চোখ ধাঁধানো অ্যাকশন মিলিয়ে ‘সিকন্দর’ হতে চলেছে এক বিশাল ব্লকবাস্টার। সিনেমাটিতে সলমন খানের বিপরীতে রয়েছেন রশ্মীকা মন্দানা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সত্যরাজ, কাজল আগরওয়াল এবং প্রতীক বব্বর। এবারের ঈদে বড় পর্দায় ধামাকা করতে আসছে ‘সিকন্দর’!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sikander Teaser: গুন্ডাদের বেদম পেটাচ্ছেন ভাইজান! সিকান্দারের অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে, নজর কাড়লেন সলমন খান, রশ্মীকা মন্দানা, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement