সিদ্ধার্থ, আলিয়ার ‘কাপুর অ্যান্ড সন’

Last Updated:

কারও নজরে যাতে না আসে, ঠিক কী কী করছেন আলিয়া-সিদ্ধার্থ ! ব্যবস্থা ছিল সেরকমই ৷ চারিদিকে নিরপত্তা ৷ একটা মাছিও যেন গলতে না পারে আলিয়া-সিদ্ধার্থের কাছে ৷ কিন্তু সব নিরাপত্তা ভেঙে আলিয়ার কাছে পৌঁছেলেন নায়ক ফাওয়াদ খান! ব্যস, সঙ্গে সঙ্গেই শুরু সেলফি ম্যানিয়া !

#মুম্বই: কারও নজরে যাতে না আসে, ঠিক কী কী করছেন আলিয়া-সিদ্ধার্থ ! ব্যবস্থা ছিল সেরকমই ৷ চারিদিকে নিরপত্তা ৷ একটা মাছিও যেন গলতে না পারে আলিয়া-সিদ্ধার্থের কাছে ৷ কিন্তু সব নিরাপত্তা ভেঙে আলিয়ার কাছে পৌঁছেলেন নায়ক ফাওয়াদ খান! ব্যস, সঙ্গে সঙ্গেই শুরু সেলফি ম্যানিয়া ! ব্যাপারটা কি? ‘পুরোটাই কাপুর অ্যান্ড সন’ ৷ আসুন খোলসা করি ৷
রুপোলি পর্দায় জুটি নয়, এবার ট্রায়ো হয়ে আসতে চলেছেন সিদ্ধার্থ-আলিয়া-ফাওয়াদ ৷ আদ্যপান্ত প্রেমের ছবি নিয়ে বলিউডে অনেকদিন থেকেই কানাঘুষো ৷ তারপর রিলের বাইরেও বেশ ঘনিষ্ঠ আলিয়া-সিদ্ধার্থ ৷ তাই, এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে ৷ সেই উৎসাহকেই ক্যাশ করতে ফাওয়াদ খান চটজলদি টুইটারে আপলোড করলেন নিজেদের ছবি ৷ আর লিখলেন, ‘উই আর হ্যাপি ফ্রেন্ডস !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিদ্ধার্থ, আলিয়ার ‘কাপুর অ্যান্ড সন’
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement