সিদ্ধার্থ, আলিয়ার ‘কাপুর অ্যান্ড সন’
Last Updated:
কারও নজরে যাতে না আসে, ঠিক কী কী করছেন আলিয়া-সিদ্ধার্থ ! ব্যবস্থা ছিল সেরকমই ৷ চারিদিকে নিরপত্তা ৷ একটা মাছিও যেন গলতে না পারে আলিয়া-সিদ্ধার্থের কাছে ৷ কিন্তু সব নিরাপত্তা ভেঙে আলিয়ার কাছে পৌঁছেলেন নায়ক ফাওয়াদ খান! ব্যস, সঙ্গে সঙ্গেই শুরু সেলফি ম্যানিয়া !
#মুম্বই: কারও নজরে যাতে না আসে, ঠিক কী কী করছেন আলিয়া-সিদ্ধার্থ ! ব্যবস্থা ছিল সেরকমই ৷ চারিদিকে নিরপত্তা ৷ একটা মাছিও যেন গলতে না পারে আলিয়া-সিদ্ধার্থের কাছে ৷ কিন্তু সব নিরাপত্তা ভেঙে আলিয়ার কাছে পৌঁছেলেন নায়ক ফাওয়াদ খান! ব্যস, সঙ্গে সঙ্গেই শুরু সেলফি ম্যানিয়া ! ব্যাপারটা কি? ‘পুরোটাই কাপুর অ্যান্ড সন’ ৷ আসুন খোলসা করি ৷
রুপোলি পর্দায় জুটি নয়, এবার ট্রায়ো হয়ে আসতে চলেছেন সিদ্ধার্থ-আলিয়া-ফাওয়াদ ৷ আদ্যপান্ত প্রেমের ছবি নিয়ে বলিউডে অনেকদিন থেকেই কানাঘুষো ৷ তারপর রিলের বাইরেও বেশ ঘনিষ্ঠ আলিয়া-সিদ্ধার্থ ৷ তাই, এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে ৷ সেই উৎসাহকেই ক্যাশ করতে ফাওয়াদ খান চটজলদি টুইটারে আপলোড করলেন নিজেদের ছবি ৷ আর লিখলেন, ‘উই আর হ্যাপি ফ্রেন্ডস !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2016 7:58 PM IST