Purulia News: টলিপাড়া কাঁপাচ্ছে পুরুলিয়ার ছেলে সিদ্ধার্থ, সাফল্যের গল্প শুনলে চোখে জল আসবে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia News: পুরুলিয়া জেলার কাশীপুরের এক সাধারণ পরিবারের সন্তান সিদ্ধার্থ মণ্ডল। আজ টলিউড চলচ্চিত্র জগতে এক পরিচিত মুখ!
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের এক সাধারণ পরিবারের সন্তান সিদ্ধার্থ মণ্ডল। আজ টলিউড চলচ্চিত্র জগতে এক পরিচিত মুখ। ইতিমধ্যেই প্রায় ৪০-৪৫ টি বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। প্রতিটি চরিত্রেই ফুটিয়ে তুলেছেন নিজের অভিনয় দক্ষতা।
তবে সিদ্ধার্থর এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। বাবা-মা দুী’জনেই শিক্ষক-শিক্ষিকা। এক শিক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা সিদ্ধার্থর। ফলে বাড়ির ছেলে হিসেবে সিদ্ধার্থর প্রতি প্রত্যাশা অনেকটাই বেশি ছিল পরিবারের। সবাই আশা করতেন, ভাল একটা প্রতিষ্ঠিত পেশাতে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবে সিদ্ধার্থ।
আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…
কিন্তু সিদ্ধার্থের মনে ছিল অন্য এক স্বপ্নের আঁচ। জীবনের বাঁকে বাঁকে তিনি অনুভব করতেন, তার প্রকৃত আহ্বান লুকিয়ে আছে অভিনয়ের দুনিয়ায়। পরিবার ও সমাজের প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছেন ভিন্ন এক যাত্রাপথ, অভিনয় জগৎ।
advertisement
advertisement
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন
শিক্ষাজীবনে ইউথ ফেস্টিভাল হোক বা সরস্বতী পুজোর মঞ্চ, প্রতিটি অনুষ্ঠানেই অভিনয়ে অংশগ্রহণ করতেন সিদ্ধার্থ। সেই ছোট্ট শুরু থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে তার অভিনয় জীবনের ভিত। মঞ্চের আলো, সংলাপের স্পন্দন, চরিত্রে মিশে যাওয়ার আনন্দ—সব মিলিয়ে এক নতুন দিগন্তের সন্ধান পান সিদ্ধার্থ।
advertisement
শুধু রুপালি পর্দায় নয়, ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক, থ্রিলার ঘরানার বিভিন্ন প্রজেক্টেও আজ সমানভাবে অভিনয় করে চলেছেন সিদ্ধার্থ। প্রতিটি মাধ্যমেই নিজের অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করছেন প্রতিনিয়ত।টলিউডে ছেলের উজ্জ্বল সাফল্যে আজ গর্বিত ও আনন্দিত সিদ্ধার্থর বাবা প্রাক্তন স্কুল শিক্ষক পঙ্কজ কুমার মণ্ডল।এই সফর শুধুই সাফল্যের গল্প নয়, এটা এক স্বপ্নবাজ মানুষের গল্প, যিনি সমাজের বাঁধাধরা রাস্তাকে পিছনে ফেলে নিজের আলোর পথ নিজেই খুঁজে নিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 4:20 PM IST